হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে তরুণ যুব ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলায় প্রতি ঘণ্টায় এক ঘণ্টা করে বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা।
আজ সোমবার দুপুরে শহরের আরডি হল প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে জড়ো হয়।
গ্রাহকদের অভিযোগ—প্রতি দুই ঘণ্টার পরপর এক ঘণ্টা করে বিদ্যুৎ নেওয়ার কথা থাকলেও বর্তমানে প্রতি ঘণ্টা ঘণ্টায় বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। তবে, আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসকসহ বিদ্যুৎ সংশ্লিষ্টজন।
তরুণ যুব ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই বিক্ষোভে নেতৃত্ব দেন শাহ জালাল উদ্দিন জুয়েল। তিনি বলেন, ‘আমরা সাধারণ গ্রাহকেরা বিদ্যুতের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছি। ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে। বাসা-বাড়ির ইলেকট্রিক জিনিসপত্র নষ্টসহ ছোট ছেলে-মেয়েরা এমনিতেই এই গরম সহ্য করতে পারছে না। তার ওপর এমন লোডশেডিং আমাদের অসহনীয় দুর্ভোগে ফেলেছে।’
তিনি দাবি করে বলেন, ‘বিদ্যুৎ বিভাগের অদূরদর্শিতার কারণেই এমনটা হচ্ছে।’
এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করে উত্তেজিত সাধারণ জনতাকে শান্ত করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। তিনি বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।’
এ বিষয়ে হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সরদার আজকের পত্রিকাকে জানান, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ কম থাকায় এমনটা হচ্ছে।
প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘হবিগঞ্জ পিডিবির আওতায় ১৬ থেকে ১৭ মেগাওয়াট বিদ্যুৎ আমাদের প্রয়োজন। কিন্তু আমরা পাচ্ছি মাত্র ১০ থেকে ১১ মেগাওয়াট। যে কারণে আমাদের বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।’
হবিগঞ্জ শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে তরুণ যুব ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলায় প্রতি ঘণ্টায় এক ঘণ্টা করে বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা।
আজ সোমবার দুপুরে শহরের আরডি হল প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে জড়ো হয়।
গ্রাহকদের অভিযোগ—প্রতি দুই ঘণ্টার পরপর এক ঘণ্টা করে বিদ্যুৎ নেওয়ার কথা থাকলেও বর্তমানে প্রতি ঘণ্টা ঘণ্টায় বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। তবে, আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসকসহ বিদ্যুৎ সংশ্লিষ্টজন।
তরুণ যুব ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই বিক্ষোভে নেতৃত্ব দেন শাহ জালাল উদ্দিন জুয়েল। তিনি বলেন, ‘আমরা সাধারণ গ্রাহকেরা বিদ্যুতের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছি। ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে। বাসা-বাড়ির ইলেকট্রিক জিনিসপত্র নষ্টসহ ছোট ছেলে-মেয়েরা এমনিতেই এই গরম সহ্য করতে পারছে না। তার ওপর এমন লোডশেডিং আমাদের অসহনীয় দুর্ভোগে ফেলেছে।’
তিনি দাবি করে বলেন, ‘বিদ্যুৎ বিভাগের অদূরদর্শিতার কারণেই এমনটা হচ্ছে।’
এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করে উত্তেজিত সাধারণ জনতাকে শান্ত করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। তিনি বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।’
এ বিষয়ে হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সরদার আজকের পত্রিকাকে জানান, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ কম থাকায় এমনটা হচ্ছে।
প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘হবিগঞ্জ পিডিবির আওতায় ১৬ থেকে ১৭ মেগাওয়াট বিদ্যুৎ আমাদের প্রয়োজন। কিন্তু আমরা পাচ্ছি মাত্র ১০ থেকে ১১ মেগাওয়াট। যে কারণে আমাদের বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।’
মামলার প্রধান আসামি হয়েও প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন অভিযুক্ত ছাত্রদল নেতা শামীম সরকার। তিনি রাজশাহীর বাঘা উপজেলার সবেরহাট বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা। আজ বুধবার পর্যন্ত তিনি আদালত থেকে কোনো ধরনের জামিন নেননি বলে জানা গেছে।
৩ মিনিট আগেকোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজ ও জহিরুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেবরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মনিরুলকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরের জিলা স্কুল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগেগত নববর্ষের শোভাযাত্রার মোটিফ তৈরির শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামের বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। গত ১৫ এপ্রিল রাতের ওই ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ১৭ এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাবুল হোসেনসহ আটজনকে গ্রেপ্তার করে। এর পর থেকে তিন মাস তিনি জেলা..
১৫ মিনিট আগে