নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও সিলেট
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে (সিসিক) তিন ওয়ার্ডে ছয় ঘণ্টায় ২৫ শতাংশ ভোট পড়েছে। সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারেক আহমেদ আজ বুধবার বেলা ৩টার সময় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওয়ার্ড তিনটি হচ্ছে, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড।
তারেক আহমেদ বলেন, ‘ভোটাররা ইভিএমে অভ্যস্ত না হওয়ার কারণে কিছু কেন্দ্রে ধীরগতি এবং কিছু কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হওয়ায় ভোট পড়ার হার কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ হার বাড়বে বলে আমরা আশা করছি। আর এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।’
হালনাগাদ ভোটার তালিকায় অনুসারে, সিলেট সিটিতে ৪২টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬০ জন, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীসহ মোট আটজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাহমুদুল ভোট বর্জনের ঘোষণা দেওয়ায় মাঠে রয়েছেন সাতজন প্রার্থী। এ ছাড়া সিলেট সিটি নির্বাচনে নগরীর ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭২ জন ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৮৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ সকাল ৮টা থেকে সিলেট সিটি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে (সিসিক) তিন ওয়ার্ডে ছয় ঘণ্টায় ২৫ শতাংশ ভোট পড়েছে। সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারেক আহমেদ আজ বুধবার বেলা ৩টার সময় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওয়ার্ড তিনটি হচ্ছে, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড।
তারেক আহমেদ বলেন, ‘ভোটাররা ইভিএমে অভ্যস্ত না হওয়ার কারণে কিছু কেন্দ্রে ধীরগতি এবং কিছু কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হওয়ায় ভোট পড়ার হার কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ হার বাড়বে বলে আমরা আশা করছি। আর এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।’
হালনাগাদ ভোটার তালিকায় অনুসারে, সিলেট সিটিতে ৪২টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬০ জন, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীসহ মোট আটজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাহমুদুল ভোট বর্জনের ঘোষণা দেওয়ায় মাঠে রয়েছেন সাতজন প্রার্থী। এ ছাড়া সিলেট সিটি নির্বাচনে নগরীর ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭২ জন ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৮৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ সকাল ৮টা থেকে সিলেট সিটি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৫ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৮ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩৫ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৯ মিনিট আগে