সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে বড় ব্যবধানে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। যুক্তরাজ্য আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদকের জয়ের মাধ্যমে টানা ১০ বছর পর নগর ভবনে ফিরল ক্ষমতাসীন দল।
গত চারবারের তুলনায় এবার নিরুত্তাপ সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় এই সিটির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল সাড়ে ৫টার পর। ভোট গ্রহণের সময় কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেননি মেয়র আরিফুল হক চৌধুরী। আজ বুধবার ভোটের দিন সকালে তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামে ঘুরতে যান। সেখানে তিনি সকালে স্বজনদের সঙ্গে আম-কাঁঠাল খান এবং বিকেলে উপজেলার শমশেরনগর বাজার থেকে কোরবানির জন্য ২০টি ছাগল কেনেন।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও দলটি কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান বলেছেন, সিলেট নগরের সচেতন জনগণ অথর্ব, দলান্ধ, অযোগ্য নির্বাচন কমিশনের অধীনের এই নির্বাচন বর্জন করেছে।