Ajker Patrika

‘আগাম বন্যার শঙ্কা এখনো আছে’

সুনামগঞ্জ প্রতিনিধি
‘আগাম বন্যার শঙ্কা এখনো আছে’

পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, আগাম বন্যার শঙ্কা এখনো আছে। আগামী তিন দিন পরে মেঘালয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই তিন থেকে চার দিন সুনামগঞ্জের জন্য আতঙ্ক। তাই সবাইকে ফসলরক্ষার জন্য বাঁধ পাহারা দিতে হবে। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি সকল শ্রেণির মানুষকে সহযোগিতা করতে হবে। আজ বুধবার বিকেলে সুনামগঞ্জের ধর্মপাশার ডুবাইলের ভেঙে যাওয়া ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

কবির বিন আনোয়ার বলেন, ‘হাওরাঞ্চলের নদী-খালগুলোর ধারণ ক্ষমতা কমে গেছে। ফলে ঢলের পানি আসলে সামাল দিতে পারে না। আমরা সুনামগঞ্জের নদীগুলো খনন করার উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘দায়িত্ব অবহেলার জন্য ২০১৭ সালের পর ৯ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব প্রাপ্ত কাউকে দুর্নীতির সঙ্গে জড়িত পেলে আমরা ছাড় দেব না। এটি রাষ্ট্রীয় দায়িত্ব।’

পরে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র এই সচিব তাহিরপুরের বর্ধিত গুরমা হাওরের বাঘমারা ফসল রক্ষা দেখতে যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পাউবোর উত্তর-পূর্বাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত