Ajker Patrika

ফ্রান্সে খুনের দেড় মাস পর সোমবার দেশে আসছে আলীর লাশ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
ফ্রান্সে খুনের দেড় মাস পর সোমবার দেশে আসছে আলীর লাশ

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রায় ১২ বছর আগে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন মৌলভীবাজারের বড়লেখার কাওছার হামিদ আলী (৩৫)। সেখান থেকে প্রায় সাত বছর পর আলী পাড়ি জমান ফ্রান্সে। এর মধ্যে প্রায় এক যুগ কেটে গেলেও বাড়ি ফেরেননি তিনি। আলী দেশে ফিরছেন, তবে জীবিত নয় লাশ হয়ে। 

ফ্রান্সে খুন হওয়ার প্রায় দেড় মাস পর আলীর লাশ দেশে আসছে আগামীকাল সোমবার। ফ্রান্সে আইনি প্রক্রিয়া শেষে গত শুক্রবার তাঁর লাশ বিমানে দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এর আগে ওই দিন ফ্রান্সের অভারভিলা বাংলাদেশি জামে মসজিদে তাঁর প্রথম জানাজা হয়। আলীর বড়লেখা পৌরসভার পানিধার এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে। 

আলীর পরিবার জানায়, গত ২০ সেপ্টেম্বর রাতে প্যারিসের মাখদরমি এলাকায় উবারের আইডি নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে কয়েকজন যুবক প্রথমে আলীকে ঘাড়ে আঘাত করে। এর পর ঘাতকেরা তাঁকে পেছন থেকে ধাক্কা দিয়ে সড়কের ওপরে ফেলে দেয়। এতে আলী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৩ দিন তিনি কোমাতে ছিলেন। এরপর ১৩ অক্টোবর মারা যান। গত ২০ অক্টোবর ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আলীর মৃত্যুর বিষয়টি জানতে পারে তার পরিবার। 

আলীর বাবা আবুল হোসেন ডুকরে কাঁদতে কাঁদতে বলেন, ‘প্রায় ১২ বছর আগে আমার ছেলে লেখাপড়ার জন্য ইংল্যান্ড যায়। সেখান থেকে প্রায় ৭ বছর পর ফ্রান্সে পাড়ি জমায়। প্রায় এক যুগ কেটে গেছে। সে আর দেশে আসেনি। আশা ছিল দেশে এলে তাকে বিয়ে দেব। কিন্তু তা আর হবে না। সোমবার ভোরে আমার ছেলের লাশ দেশে এসে পৌঁছাবে। আমি লাশের জন্য ঢাকায় অবস্থান করেছি।’ 

প্রবাসী সূত্রের বরাত দিয়ে আলীর পরিবার জানায়, আলীকে হত্যায় জড়িতদের ধরতে ফ্রান্সের পুলিশ অভিযান চালাচ্ছে। স্বজন ও প্রবাসীরা আলীকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। 

ফ্রান্সের সিনিয়র সাংবাদিক নূরুল ওয়াহিদ জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে আলীর লাশ দেশে পাঠানো হয়েছে। সোমবার ভোরে লাশ দেশে পৌঁছাবে। আলীর মৃত্যুর ঘটনায় জড়িতরা পলাতক রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের গ্রেপ্তারে জন্য ফ্রান্সের পুলিশ অভিযান চালাচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত