Ajker Patrika

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও মনোযোগী হতে হবে: আরএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সভায় বক্তব্য দেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। ছবি: আজকের পত্রিকা
সভায় বক্তব্য দেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার (২৩ জুলাই) সকালে আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে জুন মাসের অপরাধ-সংক্রান্ত পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবু সুফিয়ান।

পুলিশ কমিশনার বলেন, ‘পুলিশের প্রত্যেক সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও মনোযোগী ও আন্তরিক হতে হবে। নগরবাসীর আস্থা অর্জনে পুলিশ সদস্যদের প্রতিটি কাজে পেশাদারত্ব ও মানবিকতা বজায় রাখতে হবে।’

পুলিশ কমিশনার নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং সাম্প্রতিক সময়ে কিশোর অপরাধের বিস্তার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চাঁদাবাজি এবং অবৈধ দখল দমনে নেওয়া পদক্ষেপগুলো পর্যালোচনা করেন। তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। এ সময় তিনি যেকোনো গুজব প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপপুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত