Ajker Patrika

মুগদায় বাসচাপায় রেল কর্মচারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মুগদা হাসপাতালের সামনে যাত্রীবাহী বাসচাপায় আতিকুর রহমান নামের কমলাপুর রেলওয়ে স্টেশনের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

আজ বুধবারের এ ঘটনা সম্পর্কে ঘটনাস্থলে দায়িত্ব পালনরত সার্জেন্ট মো. মোস্তাফিজুর রহমান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে মুগদা হাসপাতালের সামনে একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। সে সময় তুরাগ পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় ওই ব্যক্তিকে চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলা পৌনে ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পরপরই তুরাগ পরিবহনের বাসটি জব্দ করা হয়। তবে চালক পালিয়ে গেছে।

নিহতের সহকর্মী ওবায়দুর রহমান জানান, আতিকুর রহমান কমলাপুর রেলওয়ে স্টেশনে কর্মরত ছিলেন। বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে। রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় একটি মেসে থাকতেন। তাঁর স্ত্রী ও তিন সন্তান গ্রামে থাকেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত