Ajker Patrika

সরকারি নিয়োগের প্রশ্নপত্রে আপত্তিকর শব্দচয়ন, মর্মাহত চা-শ্রমিকের সন্তানেরা

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৯: ৩০
সরকারি নিয়োগের প্রশ্নপত্রে আপত্তিকর শব্দচয়ন, মর্মাহত চা-শ্রমিকের সন্তানেরা

চা-শ্রমিকেরা বরাবরই অবহেলিত। এবার খোদ সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে তাঁদের অপমান করা হলো! প্রশ্নপত্রে চা-শ্রমিকদের বলা হলো ‘কুলি’। ওই নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া চা-শ্রমিকের সন্তানেরা প্রশ্নপত্র দেখেই যারপরনাই মর্মাহত হয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নিন্দার ঝড়।

আজ শুক্রবার মৌলভীবাজার জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে এমন শব্দচয়ন করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের অধিশাখা-১ (মাঠ প্রশাসন) থেকে এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। আজ নির্ধারিত দিনে জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের চারটি গ্রেডে মোট ২২ জন নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। শর্ত অনুযায়ী মৌলভীবাজার জেলার বাসিন্দারা পরীক্ষায় অংশ নেন।

সার্টিফিকেট সহকারী পদে পরীক্ষা দেওয়া এক চাকরিপ্রার্থী বলেন, ‘চা-বাগানে কাজের অভাব। অনেক কষ্ট করে দৈনিক ১২০ টাকা মজুরির চা-শ্রমিক বাবা-মা পড়িয়েছিলেন। বড় কষ্টে প্রস্তুতি নিয়েছিলাম এই অভাবের মধ্যেও। ভালো মন নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলাম। পরীক্ষা দিতে এসে দেখি এই পরীক্ষায় ইংরেজিতে অনুবাদ করতে বলা হয়েছে— শ্রীমঙ্গল চায়ের রাজধানী হিসেবে খ্যাত। শ্রীমঙ্গলে ৯২টি চা-বাগান রয়েছে। শ্রীমঙ্গলের চা পানীয় হিসেবে উপাদেয়। কুলিরা হাত দিয়ে চা-পাতা তোলে। প্রক্রিয়াজাতকরণের পর চা-পাতা থেকে চা উৎপন্ন হয়। —এমন প্রশ্ন দেখে মনটা খারাপ হয়ে যায়। সরকার নিজে এবার আমাদের কুলি বলল!’

আরেক চা-শ্রমিকের সন্তান বলেন, ‘পরীক্ষায় এমন প্রশ্ন দেখে চোখে জল চলে এল। আমি তো হতবাক হয়ে বসেই থাকলাম। ৪৫ মিনিট চুপ করে বসে ছিলাম। কিন্তু মা-বাবার অভাবের চেহারাটা বারবার চোখে ভেসে আসে। তাই কষ্ট হলেও পরীক্ষা দেওয়ার চেষ্টা করলাম মাত্র। আর কত অবহেলা সইতে হবে জানি না।’

questionএ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র প্রতিবাদ চলছে। এই পরীক্ষায় অংশ নেওয়া সংস্কৃতিকর্মী কামরুল হাসান মিজু বলেন, ‘পরীক্ষায় এই আপত্তিকর শব্দ দেখে লজ্জা লেগেছে। এটা রাষ্ট্রীয় অপমান। এই দেশের নাগরিক সবাই, সবার সমান সম্মান ও মূল্যায়ন রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। প্রশ্নপত্র যিনি তৈরি করেছেন, তাঁর শাস্তি দাবি করছি।’

ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদের আরেক পরীক্ষার্থী বলেন, ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এ রকম অপমানজনক বিদ্বেষপূর্ণ প্রশ্নপত্রের। প্রশ্ন প্রণয়নকারী ও সংশ্লিষ্ট সবার বিচার হোক।’

তিনি বলেন, ‘চা-বাগান এই স্বাধীন বাংলার শিল্পের চাকাকে সচল রেখেছে আজ ২০০ বছরেরও অধিক সময় ধরে। আর এই শিল্পে কাজ করছেন লক্ষাধিক শ্রমিক। শ্রমিকেরা শ্রমিক হয়, সে যেই শিল্পেই হোক। কিন্তু তাঁদের কুলি বলার অধিকার কারোর নেই। অন্তত এই সভ্য যুগে যখন মানুষ সভ্যতা শিখছে, তখন আজ এ রকম ব্যবহার সত্যিই ন্যক্কারজনক।’
    
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের সভাপতি মনোজ কুমার যাদব ও সাধারণ সম্পাদক রাজু নুনিয়া। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘চা-শ্রমিক জনগোষ্ঠীর মানুষের জন্য এটি চরম অবমাননাকর। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে দাসত্বের বেড়াজালে বন্দী চা-শ্রমিকদের অবজ্ঞার সুরে এই নামে সম্বোধন করা হতো। বর্তমানে স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে এমন চর্চা নিঃসন্দেহে হতাশাজনক। আমরা যথাযথ কর্তৃপক্ষের এমন খামখেয়ালিপনার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট বিষয়ে আশু হস্তক্ষেপ কামনা করি।’

সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয়ক আব্দুল করিম কিম বলেন, ‘চা-শ্রমিক সমৃদ্ধ মৌলভীবাজার জেলার প্রশাসনিক পরীক্ষার প্রশ্নপত্র দেখে ক্ষুব্ধ হয়েছি। শ্রমিকদের অবজ্ঞা করে সামন্তবাদী বাগানব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল ব্রিটিশরা। সেই মনোভাব এখনো অনেকে ধারণ করেন। এই প্রশ্ন প্রত্যাহার ও শ্রমিকদের প্রতি দুঃখ প্রকাশ করতে হবে জেলা প্রশাসনকে।’

এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মেহেদী হাসান বলেন, ‘আমি এখনো প্রশ্নপত্র দেখিনি। আমরা শুধু পরীক্ষার্থীদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেছি। ভূমি মন্ত্রণালয়ের অধীনে নির্বাচন বোর্ড এ পরীক্ষা নিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত