শাবিপ্রবি প্রতিনিধি
আন্তর্জাতিক ফিজিক্স প্রতিযোগিতায় রৌপ্য পদক পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুইটি দলের ছয় সদস্য। আজ শনিবার বিকেলে রৌপ্য পদক প্রাপ্ত দলের মেন্টর পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এনামুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রতিযোগিতায় ‘প্রবলেম এ’ ক্যাটাগরিতে রৌপ্য পদক প্রাপ্তরা হলেন— মো. শাকিল হোসাইন, কাজী মাহমুদুর রহমান ও সৌরভ সমাদ্দার। ‘প্রবলেম বি’ ক্যাটাগরিতে রৌপ্য পদক লাভ করেছেন মো. সুমন আহমদ, ফাহিম আহমেদ ও গগন চন্দ্র। তাঁরা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
অধ্যাপক ড. মো. এনামুল হক বলেন, গত বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮টায় ইউনিভার্সিটি ফিজিক্স কম্পিটিশনের ওয়েবসাইটে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়। প্রতিযোগিতায় ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে নির্ধারিত সমস্যা সমাধান করে সমাধান রিসার্চ পেপার আকারে ই-মেইলের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়। শিক্ষার্থীরা অনেক কষ্ট করেছে। তাঁদের এই অর্জনে আমি তাঁদের অভিবাদন জানাই।
জানা যায়, গত বছরের ৫ ও ৬ নভেম্বর অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় সহস্রাধিক দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে তিনজন করে সদস্য ছিল। এর মধ্যে শাবিপ্রবিসহ দেশের প্রায় সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকগুলো দল অংশগ্রহণ করে। এ বছর শাবিপ্রবিতে দুটি রৌপ্য ও চারটি বোঞ্জসহ মোট ছয়টি দল বিজয়ী হয়েছে।
উল্লেখ, যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েকটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে অনলাইনে এ প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সহস্রাধিক দল অংশগ্রহণ করে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৩টি টিম ‘সিলভার মেডেল’ অর্জন করে। তাঁর মধ্যে দুইটি টিম শাবিপ্রবির।
আন্তর্জাতিক ফিজিক্স প্রতিযোগিতায় রৌপ্য পদক পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুইটি দলের ছয় সদস্য। আজ শনিবার বিকেলে রৌপ্য পদক প্রাপ্ত দলের মেন্টর পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এনামুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রতিযোগিতায় ‘প্রবলেম এ’ ক্যাটাগরিতে রৌপ্য পদক প্রাপ্তরা হলেন— মো. শাকিল হোসাইন, কাজী মাহমুদুর রহমান ও সৌরভ সমাদ্দার। ‘প্রবলেম বি’ ক্যাটাগরিতে রৌপ্য পদক লাভ করেছেন মো. সুমন আহমদ, ফাহিম আহমেদ ও গগন চন্দ্র। তাঁরা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
অধ্যাপক ড. মো. এনামুল হক বলেন, গত বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮টায় ইউনিভার্সিটি ফিজিক্স কম্পিটিশনের ওয়েবসাইটে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়। প্রতিযোগিতায় ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে নির্ধারিত সমস্যা সমাধান করে সমাধান রিসার্চ পেপার আকারে ই-মেইলের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়। শিক্ষার্থীরা অনেক কষ্ট করেছে। তাঁদের এই অর্জনে আমি তাঁদের অভিবাদন জানাই।
জানা যায়, গত বছরের ৫ ও ৬ নভেম্বর অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় সহস্রাধিক দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে তিনজন করে সদস্য ছিল। এর মধ্যে শাবিপ্রবিসহ দেশের প্রায় সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকগুলো দল অংশগ্রহণ করে। এ বছর শাবিপ্রবিতে দুটি রৌপ্য ও চারটি বোঞ্জসহ মোট ছয়টি দল বিজয়ী হয়েছে।
উল্লেখ, যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েকটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে অনলাইনে এ প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সহস্রাধিক দল অংশগ্রহণ করে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৩টি টিম ‘সিলভার মেডেল’ অর্জন করে। তাঁর মধ্যে দুইটি টিম শাবিপ্রবির।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৫ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৫ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৫ ঘণ্টা আগে