‘এটা হাতের কাজ, লাভ নির্ভর করে পরিশ্রমের ওপর’
কামারের দোকানগুলো টুংটাং শব্দে মুখর। কয়লার আগুনে লোহা পেটাতে পেটাতে ঘাম ঝরছে শ্রমিকদের। চোখেমুখে ক্লান্তির ছাপ থাকলেও বিরাম নেই তাঁদের হাতে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে দা, ছুরি, চাপাতি ও বঁটি তৈরির কাজ। একই সঙ্গে পুরোনো যন্ত্রপাতি শাণ দিতেও অনেকে তাঁদের কাছে আসছেন।