পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা জোনের অফিস কক্ষ থেকে সহকারী কোষাধ্যক্ষ জনি বাবুর (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩১ মে) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অফিস কক্ষে লাশটি পাওয়া যায়।
জনি বাবু পাঁচ বছর ধরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সাদুল্লাপুর উপজেলা জোনে সহকারী কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ধরমপুর গ্রামে। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে উপজেলা পরিষদের অদূরে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ভবনের দ্বিতীয় তলায় জনি বাবুর অফিস কক্ষের দরজা বন্ধ দেখতে পান নৈশপ্রহরী আবু তাহের মিয়া। পরে দরজা ধাক্কাধাক্কি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে তাহের মিয়া বিষয়টি উপজেলা মোড়ের একটি ফটোকপির দোকানের কর্মচারী খলিল মিয়াসহ উপজেলা পরিষদ চত্বরে অবস্থানরত আনছার সদস্যদের অবগত করেন। তাঁরা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে জনির বাবুকে ঝুলতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, অফিস কক্ষের দরজা ভেতর থেকে আটকানো ছিল। ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, কিছুদিন আগে স্থানীয় জয়েনপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে লাজু মিয়ার কাছ থেকে বেশ কিছু টাকা ধার নেন জনি। কিন্তু দীর্ঘদিনেও সেই টাকা পরিশোধ করতে পারেননি তিনি। এদিকে জনি বাবুর প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন লাজু মিয়া। ধারণা করা হচ্ছে, এ ঘটনার জেরে জনি বাবু আত্মহত্যা করেছেন।
জনি বাবুর স্বজনেরা জানান, বেশ কিছুদিন ধরে দুই স্ত্রীকে নিয়ে দাম্পত্য কলহসহ আর্থিক সংকটে ভুগছিলেন জনি। এ কারণে মানসিক চাপে হয়তো আত্মহত্যা করেন তিনি।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সাদুল্লাপুর জোনের সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, জনি বাবু ২০২০ সালের ৬ ডিসেম্বর সাদুল্লাপুরে যোগদান করেন। তিনি অফিসের দায়দায়িত্ব পালন করাসহ সার্বিকভাবে অনেক ভালো ছিলেন। তবে পারিবারিক সমস্যার বিষয়টি তার জানা নেই।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা জোনের অফিস কক্ষ থেকে সহকারী কোষাধ্যক্ষ জনি বাবুর (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩১ মে) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অফিস কক্ষে লাশটি পাওয়া যায়।
জনি বাবু পাঁচ বছর ধরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সাদুল্লাপুর উপজেলা জোনে সহকারী কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ধরমপুর গ্রামে। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে উপজেলা পরিষদের অদূরে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ভবনের দ্বিতীয় তলায় জনি বাবুর অফিস কক্ষের দরজা বন্ধ দেখতে পান নৈশপ্রহরী আবু তাহের মিয়া। পরে দরজা ধাক্কাধাক্কি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে তাহের মিয়া বিষয়টি উপজেলা মোড়ের একটি ফটোকপির দোকানের কর্মচারী খলিল মিয়াসহ উপজেলা পরিষদ চত্বরে অবস্থানরত আনছার সদস্যদের অবগত করেন। তাঁরা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে জনির বাবুকে ঝুলতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, অফিস কক্ষের দরজা ভেতর থেকে আটকানো ছিল। ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, কিছুদিন আগে স্থানীয় জয়েনপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে লাজু মিয়ার কাছ থেকে বেশ কিছু টাকা ধার নেন জনি। কিন্তু দীর্ঘদিনেও সেই টাকা পরিশোধ করতে পারেননি তিনি। এদিকে জনি বাবুর প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন লাজু মিয়া। ধারণা করা হচ্ছে, এ ঘটনার জেরে জনি বাবু আত্মহত্যা করেছেন।
জনি বাবুর স্বজনেরা জানান, বেশ কিছুদিন ধরে দুই স্ত্রীকে নিয়ে দাম্পত্য কলহসহ আর্থিক সংকটে ভুগছিলেন জনি। এ কারণে মানসিক চাপে হয়তো আত্মহত্যা করেন তিনি।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সাদুল্লাপুর জোনের সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, জনি বাবু ২০২০ সালের ৬ ডিসেম্বর সাদুল্লাপুরে যোগদান করেন। তিনি অফিসের দায়দায়িত্ব পালন করাসহ সার্বিকভাবে অনেক ভালো ছিলেন। তবে পারিবারিক সমস্যার বিষয়টি তার জানা নেই।
বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, অনেক জায়গায় এখনও পড়ে আছে ইটপাটকেল, বাঁশ, ভাঙা তোরণ ও কেটে ফেলা গাছ। এগুলো যান চলাচলে বাধা সৃষ্টি করছে। সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে পড়ে থাকা একটি রেইনট্রি গাছ সরানোর চেষ্টা করেন স্থানীয় এক নারী, রোজিনা বেগম
৩৪ মিনিট আগেপ্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান জানিয়েছেন, ২০২৫-২৬ সালের মধ্যে আরও পাঁচটি জাহাজ রপ্তানির পরিকল্পনা রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের। এরমধ্যে ২টি অয়েল ট্যাঙ্কার ও ৩টি ল্যান্ডিং ক্রাফট। আরব আমিরাতের একই ক্রেতা প্রতিষ্ঠানের (মারওয়ান শিপিং) কাছ থেকে ক্রয়াদেশ পেয়ে ইতোমধ্যে জাহা
১ ঘণ্টা আগেরংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের বিশমাইল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও পুলিশের টহল গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন এবং পুলিশ সদস্যসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবাসাইল ইউনিয়নের বাসিন্দা মো. আরিফ হোসেন বলেন, ‘সাব-রেজিস্ট্রার অফিসের কিছু সেবা সম্পর্কে জানতে অনলাইনে খুঁজেছি। কিন্তু সাইটে কোনো তথ্য পাইনি। বাধ্য হয়ে অফিসে যেতে হয়েছে। এতে সময় ও খরচ—দুটোই বেড়েছে।’
২ ঘণ্টা আগে