Ajker Patrika

তেঁতুলিয়ায় নদীতে ভাসছিল নিখোঁজ যুবকের হাত বাঁধা মরদেহ

পঞ্চগড় প্রতিনিধি
তেঁতুলিয়ায় নদীতে ভাসছিল নিখোঁজ যুবকের হাত বাঁধা মরদেহ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিখোঁজ এক যুবকের হাত বাঁধা লাশ পাওয়া গেছে। তাঁর নাম আজিম উদ্দীন (৩০)। আজ শুক্রবার দুপুরে উপজেলার আজিজ নগর এলাকায় গোবরা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। 

আজিম উদ্দীন ডাঙ্গাপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। তিনি পেশায় চা-শ্রমিক ছিলেন। 

পুলিশ বলছে, আজিম অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, এ সংক্রান্ত আর্থিক লেনদেনের জেরে তাঁকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়। 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আজিম উদ্দীন গত পাঁচ দিন আগে বাড়ি থেকে বের হয়ে ফেরেননি। পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) না করলেও আজিমের সন্ধান চালিয়েছেন বিভিন্ন এলাকা ও পরিচিতজনদের কাছে। পরে আজ শুক্রবার দুপুরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজ নগর এলাকায় গোবরা নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তেঁতুলিয়া মডেল থানা-পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন। 

এদিকে গোবরা নদীতে এক যুবকের মরদেহ ভাসছে, বিষয়টি শোনার পর আজিমের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তাঁরা লাশটি আজিমের বলে শনাক্ত করেন। 

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ ৪-৫ দিন পানিতে থাকায় ফুলে গেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এটি হত্যাকাণ্ড। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত