Ajker Patrika

বেতন-ভাতা বন্ধ সরকারি হাসপাতালের ২৮ কর্মচারীর

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১২: ২৬
বেতন-ভাতা বন্ধ সরকারি হাসপাতালের ২৮ কর্মচারীর

নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের চতুর্থ শ্রেণির ২৮ জন কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে। চুক্তি নবায়নের জটিলতায় গত জুলাই মাস থেকে তাঁরা বেতন পাচ্ছেন না। এতে করে এসব কর্মচারী পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের জনবলের সংকট মেটাতে ২০১৯ সালে চতুর্থ শ্রেণির ২৮ জন আউটসোর্সিং কর্মচারী নিয়োগ দেওয়া হয়। আউটসোর্সিং প্রতিষ্ঠান মেসার্স ফাস্ট নর্থ বেঙ্গল সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে কর্মচারী নিয়োগ দেয় কর্তৃপক্ষ। এসব কর্মচারী হাসপাতালের ওয়ার্ডবয়, ক্লিনার, ওটি বয়, প্যাথলজি সহকারী, টিকিট কাউন্টার কর্মী ও নিরাপত্তা প্রহরী পদে কর্মরত। প্রতি এক বছর পর পর চুক্তি নবায়নের মাধ্যমে কাজ করে আসছেন ওই কর্মচারীরা।

কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের চুক্তি নবায়ন জটিলতায় বেতন-ভাতা আটকে গেছে তাঁদের। চলতি বছরের জুলাই মাস থেকে বেতন-ভাতা পাচ্ছেন না তাঁরা। প্রায় তিন মাস হতে চললেও বেতন-ভাতা প্রাপ্তির অনিশ্চয়তা কাটেনি। ফলে বেতন না পেয়ে এসব কর্মচারীরা মানবেতর দিন যাপন করছেন। 

ওয়ার্ডবয় শফিকুল ইসলাম বলেন, `প্রতি অর্থবছর হিসেবে চুক্তি নবায়নের ভিত্তিতে বেতন-ভাতা পেয়ে থাকি। কিন্তু চলতি বছরে তা না হওয়ায় বেতন-ভাতা বন্ধ রয়েছে। আমরা বেতন-ভাতা পাওয়া নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছি। ধারকর্জ করে সংসার চলছে।' 

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের উপপরিচালক ডা. মো. নবিউল রহমান বেতন বন্ধের সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, `চুক্তি নবায়নের সমস্যায় এমনটি হয়েছে। তবে চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত