ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
কয়েক দিনের টানা বর্ষণে চার দিনের ব্যবধানে দিনাজপুরের ফুলবাড়ী বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা। চার দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৬০ টাকায়। তা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে মরিচখেত নষ্ট হওয়ার কারণে সরবরাহ কম হওয়ায় মরিচের দাম বেড়েছে।
আজ সোমবার সকালে ফুলবাড়ী পৌর বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। চার দিন আগেও যে কাঁচা মরিচ খুচরা বিক্রি হয়েছিল ১৬০ টাকা কেজিতে, আজ সোমবার তা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।
ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হলেও বাজারে মরিচের দামের ওপর এর প্রভাব পড়ছে না। চাহিদার তুলনায় কাঁচা মরিচ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি কম হওয়ায় এবং দেশে উৎপাদন কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যটির দাম বাড়ছে বলে বলছেন স্থানীয় সবজি ব্যবসায়ীরা। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
বাজার করতে আসা শাহিনুর ইসলাম নামের একজন ক্রেতা বলেন, ‘বাজারে এখন প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী। কদিন আগেই ১৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছিলাম। তা কিনতে হচ্ছে ২০০ টাকা কেজি দরে। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষের চলা কঠিন হয়ে যাবে।’
ফুলবাড়ী পৌর বাজারের কাঁচামাল ব্যবসায়ী শাহাজামাল ও উত্তম কুমার বলেন, ‘কয়েক দিনের বৃষ্টির পানিতে কাঁচা মরিচের খেত নষ্ট হয়েছে। চাহিদা অনুযায়ী বাজারে কাঁচা মরিচ সরবরাহ হচ্ছে না। এ কারণে বাইর থেকে বেশি দামে কাঁচা মরিচ কিনে আনতে হচ্ছে। স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, ঘন বৃষ্টিতে মরিচখেত নষ্ট হওয়ায় উৎপাদন কমে যাচ্ছে, এতে আমাদের লোকসান গুনতে হচ্ছে।’
কয়েক দিনের টানা বর্ষণে চার দিনের ব্যবধানে দিনাজপুরের ফুলবাড়ী বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা। চার দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৬০ টাকায়। তা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে মরিচখেত নষ্ট হওয়ার কারণে সরবরাহ কম হওয়ায় মরিচের দাম বেড়েছে।
আজ সোমবার সকালে ফুলবাড়ী পৌর বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। চার দিন আগেও যে কাঁচা মরিচ খুচরা বিক্রি হয়েছিল ১৬০ টাকা কেজিতে, আজ সোমবার তা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।
ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হলেও বাজারে মরিচের দামের ওপর এর প্রভাব পড়ছে না। চাহিদার তুলনায় কাঁচা মরিচ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি কম হওয়ায় এবং দেশে উৎপাদন কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যটির দাম বাড়ছে বলে বলছেন স্থানীয় সবজি ব্যবসায়ীরা। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
বাজার করতে আসা শাহিনুর ইসলাম নামের একজন ক্রেতা বলেন, ‘বাজারে এখন প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী। কদিন আগেই ১৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছিলাম। তা কিনতে হচ্ছে ২০০ টাকা কেজি দরে। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষের চলা কঠিন হয়ে যাবে।’
ফুলবাড়ী পৌর বাজারের কাঁচামাল ব্যবসায়ী শাহাজামাল ও উত্তম কুমার বলেন, ‘কয়েক দিনের বৃষ্টির পানিতে কাঁচা মরিচের খেত নষ্ট হয়েছে। চাহিদা অনুযায়ী বাজারে কাঁচা মরিচ সরবরাহ হচ্ছে না। এ কারণে বাইর থেকে বেশি দামে কাঁচা মরিচ কিনে আনতে হচ্ছে। স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, ঘন বৃষ্টিতে মরিচখেত নষ্ট হওয়ায় উৎপাদন কমে যাচ্ছে, এতে আমাদের লোকসান গুনতে হচ্ছে।’
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে (এফইসি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কলেজ কর্তৃপক্ষ আজ মঙ্গলবার সন্ধ্যায় এই নোটিশ দিয়েছে। তবে এমন সিদ্ধান্তে অসন্তুষ্টির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁরা ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। রাজনৈতিক কর্মকাণ্ড
৩ মিনিট আগেকক্সবাজার টেকনাফের গহিন পাহাড়ে অপহরণকারী চক্রের একটি আস্তানা থেকে ১১ নারী ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ ও নৌবাহিনী। উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী গহিন পাহাড়ে আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আজ ভোরে রিদুয়ান নামের এক ব্যক্তির
৮ মিনিট আগেচট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বেলিজের পতাকাবাহী ‘এমটি আরহাইন’ নামের একটি ট্যাংকার জাহাজের সঙ্গে পানামার পতাকাবাহী ‘ইয়ং ইউয়ে-১১’ নামের একটি কনটেইনারবাহী জাহাজের সংঘর্ষ হয়। বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
৯ মিনিট আগেখুলনার তেরখাদা উপজেলায় ৬টি অবৈধ ইটভাটা বন্ধসহ কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার এসব অবৈধ ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখি শেখ।
১৫ মিনিট আগে