দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রায় ২৫ বছর আগে প্রতারণার ফাঁদে পড়ে ভারতে পাচার হন খুলনার রূপসা উপজেলার কিলো গ্রামের আনোয়ারা গাজী (৪৫)। বয়স তখন মাত্র ২০ বছর। অবশেষে ২৫ বছর পর তিনি ফিরলেন নিজ মাতৃভূমিতে।
গতকাল শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের ফরাজীপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আনোয়ারাকে আটক করে। পরে আজ (শনিবার) সকালে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে আনোয়ারা গাজীকে বাংলাদেশের হেফাজতে আনা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, পাচারের পর আনোয়ারা ভারতের কেরালায় অবস্থান করছিলেন। দীর্ঘ ২৫ বছর ধরে তাঁর কোনো খোঁজ না পাওয়ায় পরিবার ধরে নিয়েছিল তিনি আর জীবিত নেই।
তবে বিজিবি আনোয়ারার ছবি সংগ্রহ করে সম্ভাব্য ঠিকানা শনাক্ত করে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সহায়তায় ছবিটি তাঁর পরিবারের কাছে পৌঁছে দেয়। ছবি দেখে আবেগে ভেঙে পড়েন তাঁর স্বজনেরা এবং নতুন করে ফিরে পাওয়ার আশায় বুক বাঁধেন।
আজ সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের চরভদ্রা বিএসএফ ক্যাম্পের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আনোয়ারা গাজীকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁকে প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান বলেন, ‘সীমান্ত এলাকায় মানব পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর এবং মানবিক অবস্থানে রয়েছে। আনোয়ারা গাজীকে ফিরিয়ে আনার ঘটনাটি তারই একটি বাস্তব উদাহরণ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে চালিয়ে যাওয়া হবে।’
প্রায় ২৫ বছর আগে প্রতারণার ফাঁদে পড়ে ভারতে পাচার হন খুলনার রূপসা উপজেলার কিলো গ্রামের আনোয়ারা গাজী (৪৫)। বয়স তখন মাত্র ২০ বছর। অবশেষে ২৫ বছর পর তিনি ফিরলেন নিজ মাতৃভূমিতে।
গতকাল শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের ফরাজীপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আনোয়ারাকে আটক করে। পরে আজ (শনিবার) সকালে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে আনোয়ারা গাজীকে বাংলাদেশের হেফাজতে আনা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, পাচারের পর আনোয়ারা ভারতের কেরালায় অবস্থান করছিলেন। দীর্ঘ ২৫ বছর ধরে তাঁর কোনো খোঁজ না পাওয়ায় পরিবার ধরে নিয়েছিল তিনি আর জীবিত নেই।
তবে বিজিবি আনোয়ারার ছবি সংগ্রহ করে সম্ভাব্য ঠিকানা শনাক্ত করে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সহায়তায় ছবিটি তাঁর পরিবারের কাছে পৌঁছে দেয়। ছবি দেখে আবেগে ভেঙে পড়েন তাঁর স্বজনেরা এবং নতুন করে ফিরে পাওয়ার আশায় বুক বাঁধেন।
আজ সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের চরভদ্রা বিএসএফ ক্যাম্পের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আনোয়ারা গাজীকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁকে প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান বলেন, ‘সীমান্ত এলাকায় মানব পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর এবং মানবিক অবস্থানে রয়েছে। আনোয়ারা গাজীকে ফিরিয়ে আনার ঘটনাটি তারই একটি বাস্তব উদাহরণ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে চালিয়ে যাওয়া হবে।’
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এক চিকিৎসক ও রোগীর স্বজনের বিরুদ্ধে পরস্পরকে মারধরের অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় বহির্বিভাগে চিকিৎসকদের কক্ষের সামনে এ ঘটনা ঘটে। এরপর হাসপাতালে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে চিকিৎসাসেবা।
১৮ মিনিট আগেশরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে বলেন, ‘সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি টানা দেড় ঘণ্টা জ্যাম।’
২২ মিনিট আগেসড়ক দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন খাতের সর্বাত্মক সংস্কার প্রয়োজন। না হলে সড়কের বেপরোয়া হত্যাকাণ্ড থামানো সম্ভব নয়। এমনটি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ বুধবার (৬ আগস্ট) নোয়াখালীসহ সারাদেশে ঘটে যাওয়া দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই কথা বলেন।
২৬ মিনিট আগেঅনৈতিক কাজের অভিযোগে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের চিকিৎসক এ বি এম মারুফুল হাসানকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টার থেকে তাঁকে আটক করা হয়। এ সময় নারীকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
৩০ মিনিট আগে