Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১

টাঙ্গাইল প্রতিনিধি 
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৬: ৪৭
রিয়াদ। ছবি: সংগৃহীত
রিয়াদ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও থেকে অপহৃত কিশোরীকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল রোববার গভীর রাতে র‍্যাব ১৪-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ৩-এর সদস্যরা তাঁকে উদ্ধার এবং অপহরণে জড়িত রিয়াদকে গ্রেপ্তার করে। র‍্যাব ১৪-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ৩-এর কমান্ডার মো. কাওসার বাঁধন আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার যুবক মোহাম্মদ রিয়াদ (১৯) ঠাকুরগাঁও জেলার সদর থানার খালপাড় ভিআইপি মোড়ের মোশাররফ হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, স্কুলে যাওয়া-আসার পথে ১৪ বছর বয়সী কিশোরীকে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিলেন রিয়াদ। গত ১ জুন ভুক্তভোগী কিশোরী তাঁর বাসার সামনে রাস্তায় বের হলে প্রেমের প্রলোভন দিয়ে জোরপূর্বক ভুক্তভোগীকে অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যান রিয়াদ। এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোনকে অপহরণের অভিযোগ এনে মামলা করেন।

র‍্যাব বিষয়টি আমলে নিয়ে কিশোরীকে উদ্ধার অভিযানে নামে। রোববার গভীর রাতে মির্জাপুরের গোড়াই এলাকার মেঘনা ফ্যাক্টরির কাছে থেকে কিশোরীকে উদ্ধার এবং অপহরণে জড়িত রিয়াদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিয়াদ এবং উদ্ধার করা কিশোরীকে ঠাকুরগাঁও থানায় পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত