Ajker Patrika

গ্যারেজে থাকা ভুট্টাবোঝাই ট্রাকে আগুন

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৪: ২৭
গ্যারেজে থাকা ভুট্টাবোঝাই ট্রাকে আগুন

দিনাজপুরে গ্যারেজে রাখা ভুট্টাবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। আজ সোমবার ভোর ৫টার দিকে শহরের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পাশে আনন্দসাগর মুক্তিযোদ্ধা আদর্শ গ্রামের সামনে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার রাতে আনন্দসাগর এলাকায় রাস্তার পাশে একটি গ্যারেজের সামনে ভুট্টাবোঝাই একটি ট্রাক পার্ক করে রাখেন আনন্দসাগর মুক্তিযোদ্ধা আদর্শ গ্রামের এলাকার বাসিন্দা গুলজার হোসেন। সোমবার ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকটির সামনের কেবিনের অংশ পুড়ে গেছে। ট্রাকটিতে কেউ অবস্থান না করায় হতাহত হয়নি। 

ট্রাকের মালিক ও চালক গুলজার হোসেন বলেন, ‘ট্রাকে ভুট্টাবোঝাই করে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আনন্দসাগর মুক্তিযোদ্ধা আদর্শ গ্রামে একটি গ্যারেজের সামনে রেখে পাশে বাড়িতে ঘুমিয়ে পড়ি। সকালে ট্রাকটি নিয়ে চট্টগ্রামের চৌমহনি যাওয়ার কথা ছিল। ভোরে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন গাড়িচালকের আগুন চিৎকারে এলাকার মানুষ ঘুম থেকে জেগে ট্রাকটিতে আগুন জ্বলতে দেখতে পান। এলাকার মানুষ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’ 

তিনি বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার একমাত্র সম্বল ট্রাকটি যারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের আমি শাস্তি চাই। এ সময় আগুন দেওয়ায় তার ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, ভোর ৫টার দিকে ভুট্টাবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত