Ajker Patrika

চালকের বদলে ট্রাক্টর চালাতে গিয়ে নিহত মালিক

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
চালকের বদলে ট্রাক্টর চালাতে গিয়ে নিহত মালিক

দিনাজপুরের নবাবগঞ্জে জমি চাষে ব্যবহৃত ট্রাক্টর চালাতে গিয়ে সুজন মোহন্ত (৩০) নামে এক ট্রাক্টর মালিক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।  নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সুজন মহন্ত উপজেলার ২ নম্বর বিনোদ নগর ইউনিয়নের বড় মাগুরা গ্রামের দাশপাড়ার শ্রী মাধব মহন্তের ছেলে । 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে চালক না আসায় ট্রাক্টর মালিক সুজন মহন্ত নিজেই ট্রাক্টর চালিয়ে গ্রামের বেশ কিছু জমি চাষ করেন। ফেরার পথে কাঁদা যুক্ত জমি থেকে নবাবগঞ্জ–কাচদহ পাকা সড়কে উঠতে গিয়ে ট্রাক্টরটি উল্টে গিয়ে কাদায় চাপা পড়েন সুজন। পরে স্থানীয়রা উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহিদুল ইসলাম জানান, মৃত সুজন মহন্তের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত