রংপুর প্রতিনিধি
পাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর প্রধান মহানগর আদালত-৩-এ তাঁকে তোলা হলে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক দেবী রানী চৌধুরী।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসসংলগ্ন নুরুজ্জামান আহমেদের ভাগনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার সকালে মহানগর কোতোয়ালি থানা থেকে প্রধান মহানগর আদালত-৩-এ তোলা হয়। এ সময় মামলার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
আসামিপক্ষের আইনজীবী শাহেদ কামাল ইবনে খতিব বলেন, ‘উনি (নুরুজ্জামান) স্বেচ্ছায় বলেছেন, উনার প্রতি শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়নি। আমরা আমাদের বক্তব্য দিয়ে জামিন চেয়েছি। তিনি উপজেলা চেয়ারম্যান থেকে মন্ত্রী পর্যন্ত ছিল। তিনি বর্তমানে অসুস্থ। আদালত জামিন নাকচ করে জেলহাজতে পাঠিয়েছেন। উচ্চ আদালতে যাবে কি না, তা ওনার পরিবার নিশ্চিত করবে।’
পুলিশ জানায়, গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তাঁর ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় তাঁর বাবা আব্দুল মজিদ এ মামলা করেন। একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।
এদিকে লালমনিরহাট জেলায়ও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পটপরিবর্তনের পর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ গা ঢাকা দেন। তিনি এর আগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন। নুরুজ্জামান লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য।
পাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর প্রধান মহানগর আদালত-৩-এ তাঁকে তোলা হলে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক দেবী রানী চৌধুরী।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসসংলগ্ন নুরুজ্জামান আহমেদের ভাগনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার সকালে মহানগর কোতোয়ালি থানা থেকে প্রধান মহানগর আদালত-৩-এ তোলা হয়। এ সময় মামলার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
আসামিপক্ষের আইনজীবী শাহেদ কামাল ইবনে খতিব বলেন, ‘উনি (নুরুজ্জামান) স্বেচ্ছায় বলেছেন, উনার প্রতি শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়নি। আমরা আমাদের বক্তব্য দিয়ে জামিন চেয়েছি। তিনি উপজেলা চেয়ারম্যান থেকে মন্ত্রী পর্যন্ত ছিল। তিনি বর্তমানে অসুস্থ। আদালত জামিন নাকচ করে জেলহাজতে পাঠিয়েছেন। উচ্চ আদালতে যাবে কি না, তা ওনার পরিবার নিশ্চিত করবে।’
পুলিশ জানায়, গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তাঁর ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় তাঁর বাবা আব্দুল মজিদ এ মামলা করেন। একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।
এদিকে লালমনিরহাট জেলায়ও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পটপরিবর্তনের পর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ গা ঢাকা দেন। তিনি এর আগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন। নুরুজ্জামান লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির এক দশকে অর্থ বরাদ্দ ৫৪৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হয়েছে বর্ধিত মেয়াদও। তবু কাজ শেষ হয়নি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা
২ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের নদ-নদীর পানি বেড়েছে; বিশেষ করে তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় রংপুর বিভাগের অন্তত চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড
২ ঘণ্টা আগেরাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। বিষণ্নতায় ভুগছেন তাঁরা। গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনকালে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে