পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়কে দেশের সর্বপ্রথম গৃহহীন মুক্ত জেলা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আগামী জুনের মধ্যে পাঁচ হাজার গৃহহীনদের জন্য ঘর হস্তান্তরের মধ্য দিয়ে পঞ্চগড় জেলাকে দেশের প্রথম গৃহহীন মুক্ত জেলা ঘোষণা করা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া নতুন বস্তি ও দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের কালোপীর ভাঙ্গারপাড় এলাকায় গৃহনির্মাণ কাজের পরিদর্শন শেষে সুবিধাভোগীদের মাঝে জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন রেলপথমন্ত্রী।
নুরুল ইসলাম সুজন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আর কোনো মানুষ যাতে গৃহহীন না থাকে, বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের জমিসহ গৃহ প্রদান করে জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে চলছেন। ৭৫ এ বঙ্গবন্ধুসহ গোটা পরিবারকে হত্যার পর দেশের মানুষ স্বপ্ন দেখা ভুলে গিয়েছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানুষ আবারও স্বপ্ন দেখতে শুরু করে। সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
রেলপথ মন্ত্রী জানান, এরই মধ্যে সাড়ে তিন হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিব বর্ষে ঘর হস্তান্তর করা হয়েছে।
মন্ত্রী বলেন, ‘বিএনপি মিথ্যার রাজনীতি করে নিজেদের ব্যর্থতা ঢাকতে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। তাদের সময়ে মানুষ সার ও বিদ্যুৎ পায়নি। এখন আর মানুষকে সার ও বিদ্যুতের পেছনে ছুটতে হয় না। সরকারের সুষ্ঠু ও সম উন্নয়ন পরিকল্পনায় সকল মানুষের আর্থসামাজিক উন্নয়নের ফলে দেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে উপনীত হয়েছে।’
গৃহনির্মাণ পরিদর্শনের সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, কেন্দ্রীয় যুবলীগ নেতা কৌশিক নাহিয়ান নাবিদ, মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনসার মো. রেজাউল করিম শামীমসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, পঞ্চগড় জেলায় প্রায় ৫ হাজার ভূমিহীন গৃহহীনদের জন্য গৃহনির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে সাড়ে তিন হাজার ভূমিহীন গৃহহীন পরিবারের কাছে ঘর হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট দেড় হাজার ঘর নির্মাণকাজ চলছে। আগামী জুনের মধ্যে এসব ঘর ভূমিহীন গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে।
পঞ্চগড়কে দেশের সর্বপ্রথম গৃহহীন মুক্ত জেলা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আগামী জুনের মধ্যে পাঁচ হাজার গৃহহীনদের জন্য ঘর হস্তান্তরের মধ্য দিয়ে পঞ্চগড় জেলাকে দেশের প্রথম গৃহহীন মুক্ত জেলা ঘোষণা করা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া নতুন বস্তি ও দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের কালোপীর ভাঙ্গারপাড় এলাকায় গৃহনির্মাণ কাজের পরিদর্শন শেষে সুবিধাভোগীদের মাঝে জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন রেলপথমন্ত্রী।
নুরুল ইসলাম সুজন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আর কোনো মানুষ যাতে গৃহহীন না থাকে, বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের জমিসহ গৃহ প্রদান করে জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে চলছেন। ৭৫ এ বঙ্গবন্ধুসহ গোটা পরিবারকে হত্যার পর দেশের মানুষ স্বপ্ন দেখা ভুলে গিয়েছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানুষ আবারও স্বপ্ন দেখতে শুরু করে। সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
রেলপথ মন্ত্রী জানান, এরই মধ্যে সাড়ে তিন হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিব বর্ষে ঘর হস্তান্তর করা হয়েছে।
মন্ত্রী বলেন, ‘বিএনপি মিথ্যার রাজনীতি করে নিজেদের ব্যর্থতা ঢাকতে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। তাদের সময়ে মানুষ সার ও বিদ্যুৎ পায়নি। এখন আর মানুষকে সার ও বিদ্যুতের পেছনে ছুটতে হয় না। সরকারের সুষ্ঠু ও সম উন্নয়ন পরিকল্পনায় সকল মানুষের আর্থসামাজিক উন্নয়নের ফলে দেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে উপনীত হয়েছে।’
গৃহনির্মাণ পরিদর্শনের সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, কেন্দ্রীয় যুবলীগ নেতা কৌশিক নাহিয়ান নাবিদ, মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনসার মো. রেজাউল করিম শামীমসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, পঞ্চগড় জেলায় প্রায় ৫ হাজার ভূমিহীন গৃহহীনদের জন্য গৃহনির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে সাড়ে তিন হাজার ভূমিহীন গৃহহীন পরিবারের কাছে ঘর হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট দেড় হাজার ঘর নির্মাণকাজ চলছে। আগামী জুনের মধ্যে এসব ঘর ভূমিহীন গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে