Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে সপ্তাহজুড়ে পেট্রলের সংকট, বিপাকে গ্রাহক

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ০৬ মে ২০২২, ১৬: ১১
ঠাকুরগাঁওয়ে সপ্তাহজুড়ে পেট্রলের সংকট, বিপাকে গ্রাহক

সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে কোনো ঘোষণা ছাড়াই গত এক সপ্তাহ থেকে হঠাৎ করে জ্বালানি তেল পেট্রলের সংকট দেখা দিয়েছে। খুচরা দোকানেও মিলছে না পেট্রল সরবরাহ। এতে গ্রাহকেরা পড়েছেন বিপাকে। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে, তাও বলতে পারছেন না সংশ্লিষ্ট কেউ। পাম্প কর্তৃপক্ষ ও খুচরা বিক্রেতারা বলছেন, ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় এই সংকটের সৃষ্টি হয়েছে। 

আজ শুক্রবার জেলা শহরের কয়েকটি ফিলিং স্টেশনে দেখা যায়, পাম্পগুলোতে পলিথিন দিয়ে মুড়িয়ে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। পেট্রল না পেয়ে অনেক গ্রাহক ফিরে যাচ্ছেন। আবার অনেকে বেশি দরে অকটেন কিনতে বাধ্য হচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পেট্রলচালিত মোটরসাইকেল, জেনারেটর, কার-মাইক্রোবাস ব্যবহারকারীরা। 

ঠাকুরগাঁও পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক বলেন, ‘জেলায় ফিলিং স্টেশনের সংখ্যা ৩৬। এই স্টেশনগুলোতে দৈনিক পেট্রল, অকটেন ও ডিজেলের চাহিদা রয়েছে প্রায় ৯০ হাজার লিটার। এর মধ্যে পেট্রল ২৩ হাজার লিটার, অকটেন সাড়ে ১৬ হাজার লিটার এবং ডিজেলের চাহিদা ৫০ হাজার লিটার। এখন জেলায় প্রায় ১৪ হাজার লিটার পেট্রল কম সরবরাহ করা হচ্ছে। ডিপো থেকে পেট্রল পাওয়া যাচ্ছে না। তবে কী কারণে এই সংকট, সেটিও স্পষ্ট জানা নেই, যার কারণে এই সংকট তৈরি হয়েছে।’ 

মেসার্স সুপ্রিয় ফিলিং স্টেশনের ম্যানেজার কবিরুল বলেন, ‘জ্বালানি তেলের সংকট থাকায় এবার ঈদে ব্যবসা ভালো হয়নি। ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় আমরা বিপাকে পড়েছি।’ 

বাঁধন কাঁকন ফিলিং স্টেশনের ম্যানেজার রশিদুল ইসলাম বলেন, ‘ঈদের আগে পেট্রল শেষ হয়ে গেছে। এতে অকটেনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে এবং দ্রুত শেষ হয়ে গেছে। এখন অকটেন সরবরাহও বন্ধ রেখেছি।’ 

পেট্রল নিতে আসা খায়রুল কবির নামে এক এনজিও কর্মী বলেন, চাকরির কারণে প্রতিদিন তাঁকে মোটরসাইকেল ব্যবহার করতে হয়। ঠাকুরগাঁওয়ের পেট্রল পাম্পে গত এক সপ্তাহ ধরে তিনি কোনো ধরনের পেট্রল পাননি, যে কারণে অকটেন ব্যবহার করছেন। সেটিও এখন বন্ধ হওয়ার পথে। 

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তেল সংকটের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত