Ajker Patrika

মায়ের পাশে দাঁড়াতে এসে এমপি হলেন নিগার, সংসদ পেল নতুন নারী মুখ

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা 
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৯: ৫১
Thumbnail image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী সংসদ সদস্য হিসেবে একমাত্র নতুন মুখ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার। ওই আসনটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন তাঁরই মা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারী। মহাজোটের সঙ্গে আসন ভাগাভাগিতে আফরুজা বারীর মনোনয়ন বাতিল হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুই বারের এমপি জাপার প্রার্থী শামীম হায়দার পাটোয়ারীকে হারিয়ে সংসদে জায়গা করে নিয়েছেন আব্দুল্লাহ নাহিদ নিগার। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডামি প্রার্থী রাখার নির্দেশনা দেন। এরই জের ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারী ডামি প্রার্থী হিসেবে তাঁর মেয়ে আব্দুল্লাহ নাহিদ নিগারকে নির্বাচনে দাঁড় করিয়ে দেন। 

মাকে সহযোগিতা করতে এসে দলীয় নেতা-কর্মীদের আগ্রহ ও ইচ্ছার কারণে নিজে আর সরে যেতে পারেননি নাহিদ নিগার। আজ মঙ্গলবার সকালে তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। এ সময় তিনি বলেন, ‘সবার আগে আমি মিডিয়ার ভাইদের ধন্যবাদ দেব। কারণ আমার নির্বাচনী প্রচারণা, আর মাঠপর্যায়ে সাধারণ ভোটারদের খবর প্রচার করছেন। আমি আমার মাকে সহযোগিতা করার জন্য এখানে এসেছিলাম। এখন আমি সংসদ সদস্য হয়ে গেলাম, শুকরিয়া!’ 

নির্বাচনের আগের পরিস্থিতি নিয়ে এ নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, ‘মা’র মনোনয়ন যখন সর্বশেষ প্রত্যাহার করল, তখন এলাকার মানুষের চোখমুখের দিকে তাকানো যায়নি। তাঁরা জোর করে আমাকে ভোটের মাঠে নামিয়েছেন এবং তাঁরা জয়ের মালাও ছিনিয়ে এনেছেন। আমি সুন্দরগঞ্জের মানুষের কাছে চিরঋণী।’ 
 
তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, আব্দুল্লাহ নাহিদ নিগার একজন ইঞ্জিনিয়ার। তিনি ঢাকায় ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করে উচ্চশিক্ষার জন্য বিদেশে যান। যুক্তরাজ্যে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক এবং অর্থনীতি ও আন্তর্জাতিক অর্থ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি আনন্দ গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। 

অন্যদিকে সরেজমিনে ওই নির্বাচনী এলাকার বেশ কিছু ভোটারের সঙ্গে কথা হয় এ প্রতিনিধির। 
 
নাম প্রকাশ না করার শর্তে জাতীয় পার্টির এক নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘জনগণ দলের ওপর ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এ আসনে জাতীয় পার্টিকে ভোট দেয়নি। বারবার ভোটের আগে আমাদের দলকে আওয়ামী লীগের সাথে আসন সমন্বয় করতে হয়। মূলত এ কারণে আজ জাতীয় পাটির এ অবস্থা। আমাদেরকে অনেকেই আওয়ামী লীগের দালাল হিসেবে বলে। শুধু এ আসনেই নয়, সারা দেশে জাতীয় পার্টির অবস্থা খুবই খারাপ। সামনে যে আরও কী হবে বলা যাচ্ছে না।’ 

উল্লেখ্য, এ আসনে আওয়ামী লীগের কাছে সমঝোতা করে আসন নিয়েও হেরেছেন জাতীয় পার্টির প্রার্থী দুইবারের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। 

আসনটিতে ১১৪টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৯১ হাজার ৪৬০। সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার (ঢেঁকি) পেয়েছেন ৬৬ হাজার ৪৯ ভোট। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) পেয়েছেন ৪৩ হাজার ৪৯১ ভোট। ফলে ২২ হাজার ৫৫৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার। 

নাহিদ নিগার ও শামীম হায়দার পাটোয়ারী ছাড়াও ওই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১০ প্রার্থী। এর মধ্যে জাসদ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বিএনএফ, বাংলাদেশ কল্যাণ পার্টিসহ দলীয় প্রার্থী ৬ জন। বাকি চারজন স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে আটজন প্রার্থীই তাঁদের জামানত হারিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত