মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর থেকে এবারও ফেরত গেল বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) ৬৮ লাখ টাকা। এর আগে দুইবার এডিপির সমুদয় টাকা ফেরত দিতে হয়েছে। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মজনু মিয়া।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে এ উপজেলায় এডিপির বরাদ্দ ছিল ১ কোটি ২০ লাখ টাকা। বরাদ্দ পাওয়া টাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পগুলোর মধ্যে ৯টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ ছিল ৬৮ লাখ ৫৪ হাজার টাকা। ৯টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ৬টি ঠিকাদারের মাধ্যমে ও ৩টি প্রকল্প কমিটি দিয়ে বাস্তবায়ন করা হয়।
কিন্তু কাজ সম্পন্ন করার পরও বিল পাননি বলে জানান ঠিকাদারেরা।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, বিভিন্ন কারণে অর্থবছরের শেষ দিনে গত ২৮ জুন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে বিল দাখিল করা হয়।
বিষয়টি নিয়ে কথা হয় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মজনু মিয়ার সঙ্গে। তিনি জানান, গত অর্থবছরের শেষ দিন নির্ধারণ করা ছিল ২৮ জুন রাত ১২টা পর্যন্ত। উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে ২৮ জুন শেষ মুহূর্তে বিল দাখিল করা হয়েছিল। অর্থ ছাড়ের চেষ্টা করা হয়েছিল কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সার্ভার বন্ধ হয়ে যাওয়ায় উন্নয়ন প্রকল্পের অনুকূলে দাখিল করা বিল ছাড় করা সম্ভব হয়নি। এ কারণে এডিপির ৬৮ লাখ ৫৪ হাজার টাকা ফেরত চলে যায়। এর আগেও দুইবার বরাদ্দ পাওয়া এডিপির অর্থে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে না পারায় অর্থ ফেরত দিতে হয়েছে।
হিসাবরক্ষণ কার্যালয় সূত্রে জানা যায়, এই প্রথম ২৮ জুন অর্থবছরের শেষ দিন নির্ধারণ করা হয়। এর আগে অর্থবছরের শেষ দিন ছিল ৩০ জুন রাত ১২টা পর্যন্ত।
এডিপির অর্থ ফেরত প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা বলেন, ঠিকাদারেরা কাজ করেছে। তাঁদের তো বিল দিতেই হবে। সার্ভার বন্ধ হয়ে যাওয়ায় হিসাবরক্ষণ বিভাগ অর্থ ছাড় করতে পারেনি। তবে অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে। সমস্যার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।
রংপুরের মিঠাপুকুর থেকে এবারও ফেরত গেল বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) ৬৮ লাখ টাকা। এর আগে দুইবার এডিপির সমুদয় টাকা ফেরত দিতে হয়েছে। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মজনু মিয়া।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে এ উপজেলায় এডিপির বরাদ্দ ছিল ১ কোটি ২০ লাখ টাকা। বরাদ্দ পাওয়া টাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পগুলোর মধ্যে ৯টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ ছিল ৬৮ লাখ ৫৪ হাজার টাকা। ৯টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ৬টি ঠিকাদারের মাধ্যমে ও ৩টি প্রকল্প কমিটি দিয়ে বাস্তবায়ন করা হয়।
কিন্তু কাজ সম্পন্ন করার পরও বিল পাননি বলে জানান ঠিকাদারেরা।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, বিভিন্ন কারণে অর্থবছরের শেষ দিনে গত ২৮ জুন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে বিল দাখিল করা হয়।
বিষয়টি নিয়ে কথা হয় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মজনু মিয়ার সঙ্গে। তিনি জানান, গত অর্থবছরের শেষ দিন নির্ধারণ করা ছিল ২৮ জুন রাত ১২টা পর্যন্ত। উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে ২৮ জুন শেষ মুহূর্তে বিল দাখিল করা হয়েছিল। অর্থ ছাড়ের চেষ্টা করা হয়েছিল কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সার্ভার বন্ধ হয়ে যাওয়ায় উন্নয়ন প্রকল্পের অনুকূলে দাখিল করা বিল ছাড় করা সম্ভব হয়নি। এ কারণে এডিপির ৬৮ লাখ ৫৪ হাজার টাকা ফেরত চলে যায়। এর আগেও দুইবার বরাদ্দ পাওয়া এডিপির অর্থে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে না পারায় অর্থ ফেরত দিতে হয়েছে।
হিসাবরক্ষণ কার্যালয় সূত্রে জানা যায়, এই প্রথম ২৮ জুন অর্থবছরের শেষ দিন নির্ধারণ করা হয়। এর আগে অর্থবছরের শেষ দিন ছিল ৩০ জুন রাত ১২টা পর্যন্ত।
এডিপির অর্থ ফেরত প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা বলেন, ঠিকাদারেরা কাজ করেছে। তাঁদের তো বিল দিতেই হবে। সার্ভার বন্ধ হয়ে যাওয়ায় হিসাবরক্ষণ বিভাগ অর্থ ছাড় করতে পারেনি। তবে অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে। সমস্যার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
১৪ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
১৬ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
২৪ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
২৬ মিনিট আগে