Ajker Patrika

পুলিশের অনুষ্ঠানে অতিথির আসনে বসা আ.লীগ নেতা গ্রেপ্তার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 
পুলিশের হাতে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শামসুল হক। ছবি: সংগৃহীত
পুলিশের হাতে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শামসুল হক। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠানে অতিথির আসনে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা আওয়ামী লীগ নেতা ও আমজানখোর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে তাঁকে আটক করে বালিয়াডাঙ্গী থানা–পুলিশ। পরে তাঁকে বালিয়াডাঙ্গী থানায় করা একটি রাজনৈতিক মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।

গ্রেপ্তার হওয়া শামসুল হক উপজেলার আমজানখোর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আমজানখোর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর দুই ছেলে বকুল ও নাসিরুল ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি।

এর আগে গতকাল আমজানখোর ইউনিয়ন পরিষদ চত্বরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠানে অতিথির আসনে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন আওয়ামী লীগের ওই নেতা। এর পরে সমালোচনার মুখে তাঁকে আটক করে পুলিশ।

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, তাঁর বিরুদ্ধে সীমান্তে সাম্প্রদায়িক উসকানি দিয়ে দাঙ্গা তৈরির অভিযোগ রয়েছে। এ ছাড়া কয়েকটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত