Ajker Patrika

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

প্রতিনিধি, বিরামপুর (দিনাজপুর)
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে চলন্ত মোটরসাইকেলে ঢাকাগামী হানিফ পরিবহনের ধাক্কায় মাহাবুর রহমান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাবুর রহমান বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রেজাউল করিম এর ছেলে। নিহত ব্যক্তি ‘টোটাল এগ্রো সায়েন্স’ নামের একটি ওষুধ কোম্পানির বিরামপুর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম জানান, সকালে নিজ মোটরসাইকেল নিয়ে ওষুধ কোম্পানির কাজে ফুলবাড়ীতে যাচ্ছিলেন মাহাবুর রহমান। জয়নগর এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহন তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. আল-মাহমুদ শোভন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মাহাবুর রহমান নামের এক ব্যক্তি চিকিৎসা নিতে আসে। আহত ব্যক্তির মাথা, বুক ও পায়ে আঘাত লেগেছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত