Ajker Patrika

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ২ জন নিহত 

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২৪, ১২: ৫৭
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ২ জন নিহত 

নীলফামারী জেলা সদরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের জোদ দারগা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড নীলফামারী শাখার কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী (৩৬)। তিনি নওগাঁ জেলা সদরের খাস নওগাঁ গ্রামের আসাদ আলীর ছেলে। অপরজন নীলফামারীর জলঢাকা উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী আবু তাহের (৫২)। তিনি সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুরের মৃত জাকারিয়া হোসেনের ছেলে। 

 পুলিশ বলছে, বুধবার সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে সৈয়দপুর থেকে অফিসে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী ও জলঢাকা মৎস্য অফিসের অফিস সহকারী আবু তাহের। সকাল পৌনে ৯টার দিকে নীলফামারী পৌরসভার জোদ দারগা মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই পিকআপ নিয়ে চালক পালিয়ে যান। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, মরদেহ দুটি থানায় নেওয়া হয়েছে এবং আইনিপ্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত