Ajker Patrika

মোটরসাইকেল থেকে ছিটকে পড়া সেন্টুকে পিষে দেয় ট্রাক

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর হাইকোর্ট এলাকায় ট্রাক চাপায় সেন্টু ইসলাম (৪৫) নামে মোটরসাইকেল চালক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হাইকোর্ট কদম ফোয়ারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলের পেছনে বসা বন্ধু মো. আল আমিন জানান, তাঁদের বাসা চকবাজার ইসলামবাগ ঈদগাহ মাঠ এলাকায়। তাঁর বাবার নাম আলাউদ্দিন খালাসি। এলাকায় সেন্টুর প্লাস্টিকের ব্যবসা আছে। গতরাতে মোটরসাইকেল যোগে দুজন কাকরাইল গিয়েছিলাম একটি কাজে। মোটরসাইকেল চালাচ্ছিল সেন্টু।

তিনি আরও জানান, কাকরাইল থেকে ইসলামবাগের বাসায় ফিরছিলেন। কদম ফোয়ারার সামনের মোড়ে ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজন দুই দিকে ছিটকে পড়েন। ট্রাকটি সেন্টুকে চাপা দিয়ে চলে যায়। পরে সেন্টুকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কিছুক্ষণ পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত