Ajker Patrika

গাইবান্ধায় ৪ দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ২২: ১২
গাইবান্ধায় ৪ দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু

গাইবান্ধা থিয়েটারের ৩৫ বছর পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় শহীদ মিনার চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে উৎসবের এর উদ্বোধন করা হয়। বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমণ্ডলীর সদস্য আসাদুল্লাহ ফারাজী উৎসবের উদ্বোধন করেন।

এবারের স্লোগান ‘অশুভ বিনাশী লড়াই ঐকতানে চলি সবাই’। উদ্বোধনের পর শহীদ মিনার চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এর আগে এক আলোচনা সভায় বক্তব্য দেন গাইবান্ধা থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদল, ৩৫ বছর উদ্‌যাপন পরিষদের সদস্যসচিব আরিফুল ইসলাম বাবু প্রমুখ।

দুপুর ১২টায় ইসলামিয়া হাইস্কুল মাঠে পাতা খেলা, বিকেল ৪টায় কানন থিয়েটারের নাটক ‘বউ’ এবং গাইবান্ধা থিয়েটার ও নন্দন থিয়েটারের নাটক ‘গাঁও গ্যারামের কিচ্ছা’, সন্ধ্যায় আলোচনা, কুড়িগ্রামের কৃপা সিন্ধু ও তার দলের কৃষাণ পালা-বনবাসে সীতা অনুষ্ঠিত হয়।

শহীদ মিনার চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া ১২ জানুয়ারি পৌর শহীদ মিনার চত্বরে সন্ধ্যা ৫টায় আলোচনা, রংপুর থিয়েটার ফোর্সের নাটক ‘যুদ্ধ সে আর নয়’, গাইবান্ধা অন্তরঙ্গ থিয়েটারের নাটক ‘ঈশ্বরের সন্তান নয়’, ‘অভিশাপ’ এবং সুন্দরগঞ্জ নাছিমা পুতুল নাচ প্রতিষ্ঠানের পুতুল নাচ দেখানো হবে। ১৩ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৫টায় পৌর শহীদ মিনার চত্বরে রংপুর প্রতিবন্ধী সংগীত অঙ্গনের দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের গান, লালমনিরহাট কাশিয়াবাড়ি দুর্গাপুরের যাত্রাপালা ‘সাগর ভাসা’ পরিবেশন করা হবে। ১৪ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা ৬টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সেমিনার প্রবন্ধ উপস্থাপন করা হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক জহুরুল কাইয়ুম এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সেলিম আল দীনের গান পরিবেশন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

ফেনীর বন্যায় তোলা টাকার হিসাব ত্রাণ উপদেষ্টার কাছে চাইবেন: সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত