Ajker Patrika

৪৮ বছর বয়সে এসএসসি পাস করলেন পৌর কাউন্সিলর

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
৪৮ বছর বয়সে এসএসসি পাস করলেন পৌর কাউন্সিলর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪৮ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ৪.৯৩ পেয়েছেন পৌর কাউন্সিলর আব্দুস সামাদ। গতকাল সোমবার দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিষয়টি জানান তিনি। 

পৌর কাউন্সিলর আব্দুস সামাদ পীরগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তিনি পীরগঞ্জ পৌরসভার গুয়াগাঁও গ্রামের বাসিন্দা ও ৭ নম্বর ওয়ার্ডে দুইবারের নির্বাচিত হওয়া পৌর কাউন্সিলর। 

এ বিষয়ে কাউন্সিলর আব্দুস সামাদ বলেন, ‘পৌর কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মিশতে হচ্ছে। সমাজের সঙ্গে তাল মেলাতে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার আছে। এ ভাবনা থেকেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলাম। আগামীতে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখছি।’ 

পীরগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রিয়াজ বলেন, ‘আমার নিজ এলাকার কাউন্সিলর আব্দুস সামাদ এবার এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেন। আমরা তাঁর পড়াশোনার ব্যবস্থা করেছিলাম। বোর্ডের নিয়মনীতি মেনে ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৪.৯৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। এ কাজের জন্য আমি নিজেকে সফল মনে করছি।’ 

জানা গেছে, পৌর কাউন্সিলর আব্দুস সামাদের দুই ছেলে রয়েছে। বড় ছেলে নাহিদ হাসান ২০২০ সালে এসএসসি পাস করে। বর্তমানে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল ট্রেডে চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছে। ছোট ছেলে সজিব আলী কোরআনের হাফেজ। সে বর্তমানে পীরগঞ্জ এসআই সিনিয়র ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত