চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে অধিগ্রহণ না করেই ব্যক্তিমালিকানা জমির ওপর সেতু নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি) এই সেতু নির্মাণ করছে। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেও লাভ হয়নি জমির মালিকের। সেতু নির্মাণের কাজ অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, ২০২৩ সালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাত্রখাতা গ্রামের সংযোগ সেতু নতুন করে নির্মাণ শুরু হয়। ৩ কোটি ৪০ লাখ ৩১ হাজার ২৯৬ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের কাজ পেয়েছে কুড়িগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বসুন্ধরা এ মেসার্স খাইরুল এন্টারপ্রাইজ।
ভুক্তভোগী জমির মালিক রেজাউল করিম অভিযোগ করে বলেন, ‘নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য বেশি হওয়ায় তার জমি পাত্রখাতা মৌজার জেলএল নম্বর ১৫, দাগ নম্বর-৩১৩৫-এ প্রায় ৯ শতাংশ জমি সেতুর মধ্যে পড়েছে এবং একটি অখণ্ড জমি সেতু দ্বারা খণ্ডিত হয়েছে। ইতিমধ্যে এই জমির মধ্যে সেতুর পিলারও স্থাপন করা হয়েছে। কয়েকবার কুড়িগ্রামে গিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি জমি অধিগ্রহণ করে ব্যবস্থা নেবেন বলেও জানান। কিন্তু সেতু নির্মাণ শুরু হলেও তাঁরা এখন পর্যন্ত জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ কোনোটিই করেননি।’
এ বিষয়ে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও চিলমারী উপজেলার সাবেক ইউএনও মো. মাহবুবুর রহমান জানান, সেতুটি সরকারি জায়গায় করা হচ্ছে। ওই জমির মালিকের জমি রাস্তায় কিছু অংশ পড়েছে, এ জন্য তাঁর জমি অধিগ্রহণ করার দরকার পড়ে না।’ এলজিইডির কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মাসুজ্জামান বলেন, ‘আমি নতুন এসেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
কুড়িগ্রামের চিলমারীতে অধিগ্রহণ না করেই ব্যক্তিমালিকানা জমির ওপর সেতু নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি) এই সেতু নির্মাণ করছে। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেও লাভ হয়নি জমির মালিকের। সেতু নির্মাণের কাজ অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, ২০২৩ সালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাত্রখাতা গ্রামের সংযোগ সেতু নতুন করে নির্মাণ শুরু হয়। ৩ কোটি ৪০ লাখ ৩১ হাজার ২৯৬ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের কাজ পেয়েছে কুড়িগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বসুন্ধরা এ মেসার্স খাইরুল এন্টারপ্রাইজ।
ভুক্তভোগী জমির মালিক রেজাউল করিম অভিযোগ করে বলেন, ‘নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য বেশি হওয়ায় তার জমি পাত্রখাতা মৌজার জেলএল নম্বর ১৫, দাগ নম্বর-৩১৩৫-এ প্রায় ৯ শতাংশ জমি সেতুর মধ্যে পড়েছে এবং একটি অখণ্ড জমি সেতু দ্বারা খণ্ডিত হয়েছে। ইতিমধ্যে এই জমির মধ্যে সেতুর পিলারও স্থাপন করা হয়েছে। কয়েকবার কুড়িগ্রামে গিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি জমি অধিগ্রহণ করে ব্যবস্থা নেবেন বলেও জানান। কিন্তু সেতু নির্মাণ শুরু হলেও তাঁরা এখন পর্যন্ত জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ কোনোটিই করেননি।’
এ বিষয়ে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও চিলমারী উপজেলার সাবেক ইউএনও মো. মাহবুবুর রহমান জানান, সেতুটি সরকারি জায়গায় করা হচ্ছে। ওই জমির মালিকের জমি রাস্তায় কিছু অংশ পড়েছে, এ জন্য তাঁর জমি অধিগ্রহণ করার দরকার পড়ে না।’ এলজিইডির কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মাসুজ্জামান বলেন, ‘আমি নতুন এসেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ শনিবার গুলশান ও আশপাশের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ হয়। চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা চালানো প্যাডেলচালিত রিকশার তুলনায় সহজ, জমা কম এবং আয় বেশি। ফলে এটি তাঁদের জীবিকার জন্য বেশি উপযোগী।
৪ মিনিট আগেসাবেক এমপি ও বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর ভাই বিএনপি নেতা মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বাসায় নাছির চৌধুরীর সামনেই এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। ওই সভায় তিনি জনসম্মুখে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমিরের কাছে জমা
২০ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনা
৪৪ মিনিট আগে