Ajker Patrika

এক দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৮: ৪১
Thumbnail image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এক দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়। এ বিষয়টি নিশ্চিত করছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। 

জামিল হোসেন জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি থাকায় গতকাল রোববার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ বেলা সাড়ে ১১টার দিকে পুনরায় দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। 

এদিকে, হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত