পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পাথরে হঠাৎ শুল্ক বৃদ্ধি করায় পাথর খালাস করছেন না আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা। এতে ভারতীয় শত শত ট্রাক চালক কাস্টমস ও স্থলবন্দর কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১ আগস্ট থেকে এ স্থলবন্দরে ভারত থেকে আনা পাথরে প্রতি টনে ১ ডলার করে শুল্ক বাড়িয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে প্রতি টনে ১২ ডলার করে শুল্ক ছিল। এখন ১৩ ডলার করা হয়েছে। এর প্রতিবাদে গত সপ্তাহ থেকে ভারত থেকে আনা পাথর খালাস করছেন না আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট।
ভারত থেকে আনা পাথরবাহী ট্রাকের চালকদের দাবি, কোনো কোনো পাথরের গাড়ি নিয়ে তিন দিন থেকে এক সপ্তাহ ধরে বন্দরের মাঠে পড়ে আছে। রোদ, গরমে টিকে থাকা যাচ্ছে না। থাকা, খাওয়ায় সমস্যা। বাধ্য হয়ে তাঁরা স্থলবন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।
বুড়িমারী শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আব্দুল আলীম স্টেশনে না থাকায় কাস্টমসের রাজস্ব কর্মকর্তা (আরও) রকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় ভারত থেকে আনা রিভার স্টোন প্রতি টনের শুল্কায়ন ১২ ডলার থেকে বাড়িয়ে ১৩ ডলার করা হয়েছে। ১ আগস্ট থেকে এটি কার্যকর। আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের সেটি জানানো হয়েছে। এ সংক্রান্ত নোটিশও গত ৩১ জুলাই জারি করা হয়েছে।’
ভারতীয় ট্রাক চালক দেব কুমার সোম (৩৫) বলেন, ‘আমরা এখানে গত ৬ দিন ধরে পড়ে আছি। এখান থেকে গাড়ির ব্যাটারি, মোবাইল ফোন চুরি হয়েছে কয়েকজন চালকের। টাকা শেষ হয়েছে। থাকা ও খাওয়ার সমস্যা আছে। সিঅ্যান্ডএফরা আজ না কাল বলে গাড়ি আনলোড করছে না।’
বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি রুহুল আমীন বাবুল বলেন, ‘হঠাৎ করে শুল্ক বৃদ্ধি করা হলেও পাথরের দাম কোথাও বাড়েনি। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছে, আপাতত পাথর খালাস করছে না। এ কারণে শত শত পাথরবাহী গাড়ি আটকা পড়েছে।’
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পাথরে হঠাৎ শুল্ক বৃদ্ধি করায় পাথর খালাস করছেন না আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা। এতে ভারতীয় শত শত ট্রাক চালক কাস্টমস ও স্থলবন্দর কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১ আগস্ট থেকে এ স্থলবন্দরে ভারত থেকে আনা পাথরে প্রতি টনে ১ ডলার করে শুল্ক বাড়িয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে প্রতি টনে ১২ ডলার করে শুল্ক ছিল। এখন ১৩ ডলার করা হয়েছে। এর প্রতিবাদে গত সপ্তাহ থেকে ভারত থেকে আনা পাথর খালাস করছেন না আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট।
ভারত থেকে আনা পাথরবাহী ট্রাকের চালকদের দাবি, কোনো কোনো পাথরের গাড়ি নিয়ে তিন দিন থেকে এক সপ্তাহ ধরে বন্দরের মাঠে পড়ে আছে। রোদ, গরমে টিকে থাকা যাচ্ছে না। থাকা, খাওয়ায় সমস্যা। বাধ্য হয়ে তাঁরা স্থলবন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।
বুড়িমারী শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আব্দুল আলীম স্টেশনে না থাকায় কাস্টমসের রাজস্ব কর্মকর্তা (আরও) রকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় ভারত থেকে আনা রিভার স্টোন প্রতি টনের শুল্কায়ন ১২ ডলার থেকে বাড়িয়ে ১৩ ডলার করা হয়েছে। ১ আগস্ট থেকে এটি কার্যকর। আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের সেটি জানানো হয়েছে। এ সংক্রান্ত নোটিশও গত ৩১ জুলাই জারি করা হয়েছে।’
ভারতীয় ট্রাক চালক দেব কুমার সোম (৩৫) বলেন, ‘আমরা এখানে গত ৬ দিন ধরে পড়ে আছি। এখান থেকে গাড়ির ব্যাটারি, মোবাইল ফোন চুরি হয়েছে কয়েকজন চালকের। টাকা শেষ হয়েছে। থাকা ও খাওয়ার সমস্যা আছে। সিঅ্যান্ডএফরা আজ না কাল বলে গাড়ি আনলোড করছে না।’
বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি রুহুল আমীন বাবুল বলেন, ‘হঠাৎ করে শুল্ক বৃদ্ধি করা হলেও পাথরের দাম কোথাও বাড়েনি। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছে, আপাতত পাথর খালাস করছে না। এ কারণে শত শত পাথরবাহী গাড়ি আটকা পড়েছে।’
কুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরবাইক থেকে ছিটকে পড়া এক যুবক কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম।
৯ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে এবং প্রতিষ্ঠানটিরও বদনাম রয়েছে। এই বদনাম বা দুদকের কোনো কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
১১ মিনিট আগেবর্তমান সংস্কার নিয়ে যাঁরা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত করছেন। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
১৪ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে ১১ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই চুনারুঘাট থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি গতকাল সোমবার তিনজনের নাম উল্লেখসহ চারজনের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও
১৮ মিনিট আগে