গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
‘আজক্যা যদি এই কারেন্টের তারগুলাত কভার দেওয়া থাকিল হয়, তাহলে কি আর আজক্যা মোর গোয়াল খালি হয়? আজক্যা এই পল্লী বিদ্যুৎ অফিসের কারণে মোর গোয়ালখালি হইল।’ এভাবেই গোয়াল ঘরের দরজায় বসে মাথায় হাত দিয়ে বিলাপ করছিলেন হরেন্দ্রনাথের স্ত্রী ববিতা রানী।
হরেন্দ্রনাথ (৫০) রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের দোন্দরা গ্রামের মৃত দেবেন্দ্রনাথ সরকারের ছেলে।
গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে গ্রামের ক্লাব মোড়ে হরেন্দ্রনাথের বাড়ির পেছনে গাছের ডাল ভেঙে পল্লী বিদ্যুতের গ্রিড লাইনের তার ছিঁড়ে যায়।
ছেঁড়া তারটি হরেন্দ্রনাথের গোয়াল ঘরের পেছনে পুকুরে পড়লে তাঁর বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি বিদ্যুতায়িত হয়। এতে গোয়ালঘরে থাকা পাঁচটি গরু ও একটি ছাগল মারা যায়। আহত হন হরেন্দ্রনাথ ও তাঁর স্ত্রী ববিতা রানী। হরেন্দ্রনাথের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা কাশেম আলী (৬০) আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ১০-১২ জন ক্লাব মোড়ে বসে গল্প করছিলাম। হঠাৎ গরুর ডাক শুনে সবাই ছুটে আসি; কিন্তু গোয়ালঘর বিদ্যুৎতায়িত হওয়ায় আমরা গরুগুলোর কাছে যেতে পারিনি। গরুগুলো ঘরের ভেতরেই লাফালাফি করতেছিল আর গলা ফাটিয়ে ডাকতেছিল। এ সময় পল্লী বিদ্যুতের অফিসে ফোন দিলেও তারা ফোন ধরেনি। কয়েকজন বাধ্য হয়ে অফিসে গিয়ে কথা বলে লাইন বন্ধ করা হয়। পরে গরুর ঘর খুলে দেখি পাঁচটি গরু ও একটি ছাগল মরে আছে।’
হরেন্দ্রনাথের স্ত্রী ববিতা রানি আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগে বারবার পল্লী বিদ্যুৎ অফিসের লোকজনকে গাছের ডাল কাটার জন্য বলা হয়েছে। এমনকি কভারওয়ালা তার দেওয়ার জন্য বলা হয়েছিল। তারা হামার কোনো কথায় শোনে নাই। কাল যখন ৭টার সময় তার ছিঁড়ে যায়, তখন তাদের নম্বরে হাজারবার ফোন করেও পাওয়া যায়নি। যদি তাদের সঙ্গে যোগাযোগ করা যেত তাহলে আজক্যা মোর গরুগুলা মরিগ্যাইল না হয়।’
এ সময় ববিতা রানি দাবি করে বলেন, পল্লি বিদ্যুতের কারণে তার ৩ লাখ টাকার গরু-ছাগল মারা গেছে।
হরেন্দ্রনাথের ছেলে সাধন রায় বলেন, ‘আমি যে কতবার তাদের নম্বরে কল দিছি তাঁর শেষ নাই। তাদের ফোন বন্ধ ছাড়া খোলা পাই নাই। ৯৯৯ নম্বরে কল করেও কোনো সাড়া পাই নাই। পরে বাধ্য হয়ে সাড়ে ৭টার দিকে তাদের পাগলাপীর অফিসে গিয়ে অভিযোগ দেই। তারপর তারা লাইন বন্ধ করে দেয়। এরপর রাত ১টার দিকে আমাদের এখানে আসে।’
অভিযোগের বিষয়ে পাগলাপীর জোনাল অফিসের ডিজিএম (কারিগরি) মোবাইল ফোনে বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। তবে এসব গরু-ছাগলের মৃত্যু পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে নয়। কারণ গোয়ালঘর থেকে অনেক দূরে তারটি ছিঁড়ে পড়েছিল। আমরা ধারণা করছি, এসব গরু-ছাগলের মৃত্যু বজ্রপাতের কারণে হয়েছে।’
‘আজক্যা যদি এই কারেন্টের তারগুলাত কভার দেওয়া থাকিল হয়, তাহলে কি আর আজক্যা মোর গোয়াল খালি হয়? আজক্যা এই পল্লী বিদ্যুৎ অফিসের কারণে মোর গোয়ালখালি হইল।’ এভাবেই গোয়াল ঘরের দরজায় বসে মাথায় হাত দিয়ে বিলাপ করছিলেন হরেন্দ্রনাথের স্ত্রী ববিতা রানী।
হরেন্দ্রনাথ (৫০) রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের দোন্দরা গ্রামের মৃত দেবেন্দ্রনাথ সরকারের ছেলে।
গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে গ্রামের ক্লাব মোড়ে হরেন্দ্রনাথের বাড়ির পেছনে গাছের ডাল ভেঙে পল্লী বিদ্যুতের গ্রিড লাইনের তার ছিঁড়ে যায়।
ছেঁড়া তারটি হরেন্দ্রনাথের গোয়াল ঘরের পেছনে পুকুরে পড়লে তাঁর বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি বিদ্যুতায়িত হয়। এতে গোয়ালঘরে থাকা পাঁচটি গরু ও একটি ছাগল মারা যায়। আহত হন হরেন্দ্রনাথ ও তাঁর স্ত্রী ববিতা রানী। হরেন্দ্রনাথের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা কাশেম আলী (৬০) আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ১০-১২ জন ক্লাব মোড়ে বসে গল্প করছিলাম। হঠাৎ গরুর ডাক শুনে সবাই ছুটে আসি; কিন্তু গোয়ালঘর বিদ্যুৎতায়িত হওয়ায় আমরা গরুগুলোর কাছে যেতে পারিনি। গরুগুলো ঘরের ভেতরেই লাফালাফি করতেছিল আর গলা ফাটিয়ে ডাকতেছিল। এ সময় পল্লী বিদ্যুতের অফিসে ফোন দিলেও তারা ফোন ধরেনি। কয়েকজন বাধ্য হয়ে অফিসে গিয়ে কথা বলে লাইন বন্ধ করা হয়। পরে গরুর ঘর খুলে দেখি পাঁচটি গরু ও একটি ছাগল মরে আছে।’
হরেন্দ্রনাথের স্ত্রী ববিতা রানি আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগে বারবার পল্লী বিদ্যুৎ অফিসের লোকজনকে গাছের ডাল কাটার জন্য বলা হয়েছে। এমনকি কভারওয়ালা তার দেওয়ার জন্য বলা হয়েছিল। তারা হামার কোনো কথায় শোনে নাই। কাল যখন ৭টার সময় তার ছিঁড়ে যায়, তখন তাদের নম্বরে হাজারবার ফোন করেও পাওয়া যায়নি। যদি তাদের সঙ্গে যোগাযোগ করা যেত তাহলে আজক্যা মোর গরুগুলা মরিগ্যাইল না হয়।’
এ সময় ববিতা রানি দাবি করে বলেন, পল্লি বিদ্যুতের কারণে তার ৩ লাখ টাকার গরু-ছাগল মারা গেছে।
হরেন্দ্রনাথের ছেলে সাধন রায় বলেন, ‘আমি যে কতবার তাদের নম্বরে কল দিছি তাঁর শেষ নাই। তাদের ফোন বন্ধ ছাড়া খোলা পাই নাই। ৯৯৯ নম্বরে কল করেও কোনো সাড়া পাই নাই। পরে বাধ্য হয়ে সাড়ে ৭টার দিকে তাদের পাগলাপীর অফিসে গিয়ে অভিযোগ দেই। তারপর তারা লাইন বন্ধ করে দেয়। এরপর রাত ১টার দিকে আমাদের এখানে আসে।’
অভিযোগের বিষয়ে পাগলাপীর জোনাল অফিসের ডিজিএম (কারিগরি) মোবাইল ফোনে বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। তবে এসব গরু-ছাগলের মৃত্যু পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে নয়। কারণ গোয়ালঘর থেকে অনেক দূরে তারটি ছিঁড়ে পড়েছিল। আমরা ধারণা করছি, এসব গরু-ছাগলের মৃত্যু বজ্রপাতের কারণে হয়েছে।’
এবার আরও বড় পরিসরে শুরু হতে যাচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা। বিভাগীয় প্রশাসন ও জাতীয় গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে আগামী ৩১ অক্টোবর রাজশাহী কালেক্টরেট মাঠে শুরু হবে ৯ দিনব্যাপী এ বইমেলা। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এ উপলক্ষে আজ সোমবার (২০ অক্টোবর) বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে...
১২ মিনিট আগেজনতা ব্যাংক থেকে ঋণের নামে ১ হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাতসহ ২৬ জনের নামে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
১ ঘণ্টা আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
১ ঘণ্টা আগে