Ajker Patrika

হরিপুরে গাছের ডাল মাথায় পড়ে দুই নারীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৭: ৪০
হরিপুরে গাছের ডাল মাথায় পড়ে দুই নারীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুরে আমগাছের মরা ডাল ভেঙে মাথায় পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক শিশু। হরিপুর থানার ওসি তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর সকালে হরিপুর সদর উপজেলা মডেল মসজিদসংলগ্ন সড়কে শতবর্ষী একটি আমগাছের মোটা ডাল মাথার ওপর ভেঙে পড়ে বৃদ্ধ মোমেনা খাতুন (৬০), সাদেনুর (৬০) ও একই এলাকার কামালের শিশুকন্যা সিমা আক্তারের (৮) ওপর। এতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই দিন চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের স্ত্রী মোমেনা খাতুন মারা যান। এর দুই দিন পর আজ রোববার সামসুলের স্ত্রী সাদেনুর বেগমেরও মৃত্যু হয়। আহত শিশু সিমা আক্তারের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ওই দুই নারীর পরিবারের সদস্যরা অনেক বছর ধরে সরকারি আমবাগানের ভেতরে ঝুপড়িঘর করে বসবাস করে আসছেন। সরকার তাঁদের নতুন ঘর বরাদ্দ দিলেও এখনো ঘরে ওঠা হয়নি। 

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নি শিখা আশা বলেন, ‘মোমেনা খাতুন ও সাদেনুর বেগমের নামে সরকারি পাকা ঘর বরাদ্দ থাকলেও তাঁরা নতুন ঘরে ওঠেননি। দুর্ঘটনার পর ওই দুই পরিবারের বাকি সদস্যদের সরিয়ে নতুন ঘরে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা করা হবে। ঝুঁকিপূর্ণ গাছটি কাটার নির্দেশ দেওয়া হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত