Ajker Patrika

কক্সবাজার-মহেশখালী রুটে পরীক্ষামূলক সি-ট্রাক চালু

কক্সবাজার ও কুতুবদিয়া প্রতিনিধি
কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সি-ট্রাক। ছবি: সংগৃহীত
কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সি-ট্রাক। ছবি: সংগৃহীত

কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চালু হয়েছে। ‘ভাষাসৈনিক আবদুল জব্বার’ নামের সি-ট্রাকটি আজ শুক্রবার দুপুরে চালু করা হয়। ২৫০ জন যাত্রী ধারণক্ষমতার এই সি-ট্রাক চলাচলের জন্য মহেশখালী ঘাটে পন্টুন বসানো হয়েছে।

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাটের পন্টুন থেকে সি-ট্রাকটির পরীক্ষামূলক চলাচল শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর) এ কে এম আরিফ উদ্দিন, যুগ্ম পরিচালক সবুর খান, উপপরিচালক (চট্টগ্রাম দপ্তর) মো. কামরুজ্জামান, সহকারী পরিচালক মো. খায়রুজ্জামান প্রমুখ।

বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, ২৫ এপ্রিল থেকে এই রুটে নিয়মিত যাতায়াত করবে সি-ট্রাকটি। এতে যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ হতে পারে সর্বোচ্চ ৪০ টাকা। জোয়ারের সময় সি-ট্রাক চালু করে সফলতা পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ১০ কিলোমিটার সাগর চ্যানেলের বিভিন্ন অংশে পলি জমে ভরাট হয়েছে, ডুবোচর জেগেছে। ভাটার সময় সি-ট্রাক চলে কি না, তা পরীক্ষা করা হবে। সে ক্ষেত্রে সমস্যা হলে চ্যানেলের ভরাট অংশ খননের উদ্যোগে নেওয়া হবে।

মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, দ্বীপবাসী দীর্ঘদিন ধরে এ নৌ-রুটে চলাচলে ভোগান্তিতে ছিল। সম্প্রতি এই ভোগান্তি লাঘবে প্রশাসন ও পেশাজীবীরা উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে আজ একই দিন মহেশখালী ঘাটে পন্টুন ও যাত্রী পরিবহনে সি-ট্রাক চালু করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত