Ajker Patrika

ইজারা নিয়ে দ্বন্দ্ব, বিএনপির নেতাকে হাতুড়িপেটা

সিরাজগঞ্জ প্রতিনিধি  
আহত বিএনপির নেতা আজাদ হোসেন। ছবি: আজকের পত্রিকা
আহত বিএনপির নেতা আজাদ হোসেন। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের উল্লাপাড়া অটোরিকশার স্ট্যান্ডের ইজারার টাকা তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির নেতা-কর্মীদের বিরুদ্ধে। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়েছে।

আজ শুক্রবার দুপুরে থানা গেটের সামনে বিএনপির নেতার ওপর হামলার ঘটনা ঘটে। হামলার জন্য জামায়াতের কর্মীদের দায়ী করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, শুক্রবার উপজেলা মসজিদে জুমার নামাজ পড়ে বিএনপির নেতা আজাদ হোসেন উল্লাপাড়া মডেল থানা গেটের সামনে গেলে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তাঁকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। পরে এলোপাতাড়ি মারধর করেন।

উল্লাপাড়া উপজেলা যুবদলের সদস্যসচিব নিক্সন কুমার আমিন বলেন, ‘উল্লাপাড়া পৌর এলাকায় সিএনজিস্ট্যান্ডের ইজারা পেয়েছেন জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে জামায়াতের নেতা-কর্মীরা ইজারা তুলতে এসে উল্লাপাড়া মোটর মালিক সমিতির অফিসের কক্ষ থেকে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলতে বলেন। আজাদ হোসেন মোটর মালিক সমিতির কার্যালয়ে নিয়মিত যাতায়াত করেন। এ নিয়ে আজাদের পক্ষের লোকজনের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে আজ শুক্রবার উপজেলা মসজিদে জুমার নামাজ পড়ে আজাদ হোসেন উল্লাপাড়া মডেল থানার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জামায়াতের নেতা-কর্মীরা প্রথমে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। পরে এলোপাতাড়ি মারধর করলে আজাদ গুরুতর আহত হন।’

সিরাজগঞ্জে ইজারার টাকা তোলা নিয়ে দ্বন্দ্বে বিএনপির নেতাকে মারধর করা হয়। ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে ইজারার টাকা তোলা নিয়ে দ্বন্দ্বে বিএনপির নেতাকে মারধর করা হয়। ছবি: সংগৃহীত

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী জহুরুল ইসলাম পিনু বলেন, ‘এ বছর জামায়াতের পক্ষ থেকে উল্লাপাড়া পৌর এলাকায় সিএনজিস্ট্যান্ড ইজারা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জামায়াতের নেতা-কর্মীরা ইজারার টাকা তুলতে গেলে বিএনপির নেতা আজাদ হোসেনের লোকজন বাধা দেন। আজ শুক্রবারও বাধা দিলে আজাদের ওপর হামলার ঘটনা ঘটে।’

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক নিয়ামুল হক বলেন, সিএনজিস্ট্যান্ডের ইজারা নিয়ে বিএনপির নেতা আজাদের ওপর হামলার ঘটনা ঘটে। আহত আজাদকে বগুড়া থেকে ঢাকায় নেওয়া হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত