Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে অচেতন নারী-পুরুষ উদ্ধার, দুই দিনে দুজনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ২০
ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে অচেতন নারী-পুরুষ উদ্ধার, দুই দিনে দুজনের মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলার একটি জুট মিলের দুই কর্মীকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে হাসপাতালে নেওয়া হলে ওই দিনই পুরুষটির মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন নারী আজ মঙ্গলবার দুপুরে মারা গেছেন। 

এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন। মৃতরা হলেন- সদর উপজেলার সাসলা পিয়ালা গ্রামের মহেষ রায়ের ছেলে জোসেফ রায় (৪০) ও কচুবাড়ী এলাকার রাতেশ্বর রায়ের স্ত্রী নুনী বালা (৩০)। 

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাঈম মোহাম্মদ মিনহাজ কৌশিক আজকের পত্রিকাকে বলেন, দুজনের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। তাঁদের মুখে বিষজাতীয় কিছুর গন্ধ পাওয়া যায়। তবে ভিসারা প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সোমবার সকাল ১০টার দিকে স্থানীয়রা পুকুরে ওই দুজনকে অচেতন অবস্থায় পেয়ে হাসপাতালে নেয়।

এ বিষয়ে ভূল্লী থানার ওসি দুলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘দুজনেরই মরদেহ ময়নাতদন্ত হয়েছে। কোনো পক্ষ থেকে অভিযোগ না পাওয়ায় নিজ নিজ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত