নীলফামারী প্রতিনিধি
মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা নীলফামারী। আজ শুক্রবার সকালে সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলার ডিমলা আবহাওয়া অফিস, যা এই মৌসুমে নীলফামারী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা।
গতকাল শুক্রবার সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিমলা আবহাওয়া অফিসের ইনচার্জ সুবল চন্দ্র রায়।
এ ছাড়া কনকনে শীতের সঙ্গে দুর্ভোগ বেড়েছে রিকশা-ভ্যানের চালক আর শ্রমজীবী মানুষের। বিশেষ করে রেলওয়ে কারখানা, উত্তরা ইপিজেড, বিসিক শিল্পনগরীর শ্রমিকদের কষ্ট বেড়েছে। তাঁদের সকালেই কাজে যোগ দিতে হয়।
এদিকে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সপ্তাহজুড়ে প্রায় প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন দুপুর ১২টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে এই জনপদ। দৃষ্টিসীমা কম থাকায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে।’
লোকমান হোসেন আরও বলেন, ‘আজ (শনিবার) সকাল ৯টায় বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ৫০ মিটারের কম রয়েছে। ফ্লাইট ওঠানামা করতে অবশ্যই ২ হাজার দৃষ্টিসীমা থাকতে হবে।’
এদিকে রংপুর-দিনাজপুর সড়কের বাসচালক শংকর কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায়দিনই দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হয়। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে মহাসড়কে। ঘন কুয়াশার কারণে দূরপাল্লার নৈশকোচগুলো গন্তব্যে পৌঁছাতে দুই থেকে তিন ঘণ্টা দেরি হচ্ছে।’
চিলাহাটি রেলওয়ে স্টেশনে কর্তব্যরত মাস্টার টুটুল চন্দ্র সরকারের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘ঘন কুয়াশার কারণে চিলাহাটি-খুলনা রুটে চলাচলকারী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি থেকে ৩০ মিনিট বিলম্বে ছেড়ে গেছে।’
মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা নীলফামারী। আজ শুক্রবার সকালে সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলার ডিমলা আবহাওয়া অফিস, যা এই মৌসুমে নীলফামারী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা।
গতকাল শুক্রবার সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিমলা আবহাওয়া অফিসের ইনচার্জ সুবল চন্দ্র রায়।
এ ছাড়া কনকনে শীতের সঙ্গে দুর্ভোগ বেড়েছে রিকশা-ভ্যানের চালক আর শ্রমজীবী মানুষের। বিশেষ করে রেলওয়ে কারখানা, উত্তরা ইপিজেড, বিসিক শিল্পনগরীর শ্রমিকদের কষ্ট বেড়েছে। তাঁদের সকালেই কাজে যোগ দিতে হয়।
এদিকে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সপ্তাহজুড়ে প্রায় প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন দুপুর ১২টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে এই জনপদ। দৃষ্টিসীমা কম থাকায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে।’
লোকমান হোসেন আরও বলেন, ‘আজ (শনিবার) সকাল ৯টায় বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ৫০ মিটারের কম রয়েছে। ফ্লাইট ওঠানামা করতে অবশ্যই ২ হাজার দৃষ্টিসীমা থাকতে হবে।’
এদিকে রংপুর-দিনাজপুর সড়কের বাসচালক শংকর কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায়দিনই দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হয়। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে মহাসড়কে। ঘন কুয়াশার কারণে দূরপাল্লার নৈশকোচগুলো গন্তব্যে পৌঁছাতে দুই থেকে তিন ঘণ্টা দেরি হচ্ছে।’
চিলাহাটি রেলওয়ে স্টেশনে কর্তব্যরত মাস্টার টুটুল চন্দ্র সরকারের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘ঘন কুয়াশার কারণে চিলাহাটি-খুলনা রুটে চলাচলকারী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি থেকে ৩০ মিনিট বিলম্বে ছেড়ে গেছে।’
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বাংলাদেশি দুই বারকিশ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার সন্ধ্যায় নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।
৫ মিনিট আগেকক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে’ অজ্ঞান করে মা ও তাঁর কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেহবিগঞ্জে এনসিপির পদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে শহরের আমিরচান কমপ্লেক্সের স্কাই কিং রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি ২০২৫ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির হবিগঞ্জ জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা ক
১১ মিনিট আগেকুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কালীগঙ্গা নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংগলী স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন একই এলাকার জাহিদুল ইসলাম (৪৫) এবং তাঁর ছেলে জিহাদ (৯)।
১৬ মিনিট আগে