Ajker Patrika

বীরগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
Thumbnail image

দিনাজপুরের বীরগঞ্জে রেজিয়া খাতুন (৭৫) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শিবরামপুর ইউনিয়নের পশ্চিম ধনগাঁও গ্রামে এই ঘটনা ঘটেছে। এ সময় বৃদ্ধার বাড়ি থেকে দলিলপত্র এবং নগদ টাকা লুট হয়েছে। নিহত রেজিয়া উপজেলার পূর্ব ধনগাঁও গ্রামের সবদুল ইসলামের স্ত্রী।

খবর দিলে আজ শুক্রবার সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ মর্গে পাঠিয়েছে।

স্থানীয় শিবরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক বলেন, যে বা যারাই এই বৃদ্ধাকে হত্যা করেছে, তাদের উপযুক্ত বিচার হওয়া প্রয়োজন।

হত্যার শিকার বৃদ্ধার বাড়িতে স্বজনদের আহাজারিনিহতের বড় ছেলে রুহুল মিয়া বলেন, ‘আমি বীরগঞ্জে থাকি। সকালে খবর পেয়ে বাড়ি এসেছি। বুঝতে পারছি না, কারা আমার মাকে এমন নির্মমভাবে হত্যা করল।’ তাঁর ছোট ভাইসহ পাঁচ বোন রয়েছে। বোনদের বিভিন্ন এলাকায় বিয়ে হয়েছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, পারিবারিক বিরোধের জেরেই বৃদ্ধাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মইনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার খবর পেয়ে জেলা পিবিআই ও সিআইডির কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। আশা করি, শিগগিরই হত্যার রহস্য উদ্‌ঘাটন হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত