নীলফামারী প্রতিনিধি
দেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে টানা চার দিনের শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছেন জেলার মানুষ ও গবাদিপশু। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা। চাহিদা বাড়ায় বাজারে বৈদ্যুতিক দেখা দিয়েছে রুম হিটারের সংকট। নিম্ন আয়ের মানুষেরা তাঁদের গৃহপালিত পশুগুলোকে চটের বস্তা দিয়ে ঢেকে শীতের তীব্রতা থেকে রক্ষা করছে। তবে সোমবার সকালে কুয়াশার পরিমাণ কমে রোদের দেখা পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
সোমবার সকালে নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমে সারা দেশে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে চলতি শীত মৌসুমে নীলফামারী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শুক্রবার। ওই দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেদিন জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে তা মাঝারি শৈত্যপ্রবাহ তবে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে তা মৃদু শৈত্যপ্রবাহ বলে বিবেচিত হয়। চলতি মাসের গোড়ার দিক থেকে উত্তরের জেলাগুলোতে একাধিকবার মৃদু শৈত্যপ্রবাহ হলেও শুক্রবারে প্রথমবারের মতো নীলফামারীতে বয়ে গেছে মাঝারি শৈত্যপ্রবাহ। তবে পরদিন শনিবার থেকে তাপমাত্রা বেড়ে গিয়ে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে এখনো বইছে।
নীলফামারী সদর উপজেলার কচুকাটার বোরো চাষি একরামুল হক জানান, চার দিন ধরে হাড়কাঁপানো শীতে বোরো খেতে কাজ করা সম্ভব হচ্ছে না। ঠান্ডা কাঁদা-পানিতে নেমে বোরো রোপণ করতে গেলে হাত-পা অবশ হয়ে যাচ্ছে। তবে সোমবার সকালে ঠান্ডা লাগলেও রোদ থাকায় কাজ করতে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. লোকমান হোসেন আজকের পত্রিকাকে জানান, গত শুক্রবার জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইতে শুরু করে। কিন্তু পরদিন শনিবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে শৈত্যপ্রবাহটি মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে বইছে। আকাশ পরিষ্কার থাকায় সকাল সকাল রোদের দেখা মিলেছে। এতে কিছুটা হলেও মানুষ স্বস্তি পাবে। দিনের তাপমাত্রাও কিছুটা বাড়বে।
তিনি জানান, আগামী দুই-তিন দিনের মধ্যে এই এলাকা থেকে শৈত্যপ্রবাহ কেটে যাবে।
দেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে টানা চার দিনের শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছেন জেলার মানুষ ও গবাদিপশু। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা। চাহিদা বাড়ায় বাজারে বৈদ্যুতিক দেখা দিয়েছে রুম হিটারের সংকট। নিম্ন আয়ের মানুষেরা তাঁদের গৃহপালিত পশুগুলোকে চটের বস্তা দিয়ে ঢেকে শীতের তীব্রতা থেকে রক্ষা করছে। তবে সোমবার সকালে কুয়াশার পরিমাণ কমে রোদের দেখা পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
সোমবার সকালে নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমে সারা দেশে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে চলতি শীত মৌসুমে নীলফামারী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শুক্রবার। ওই দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেদিন জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে তা মাঝারি শৈত্যপ্রবাহ তবে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে তা মৃদু শৈত্যপ্রবাহ বলে বিবেচিত হয়। চলতি মাসের গোড়ার দিক থেকে উত্তরের জেলাগুলোতে একাধিকবার মৃদু শৈত্যপ্রবাহ হলেও শুক্রবারে প্রথমবারের মতো নীলফামারীতে বয়ে গেছে মাঝারি শৈত্যপ্রবাহ। তবে পরদিন শনিবার থেকে তাপমাত্রা বেড়ে গিয়ে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে এখনো বইছে।
নীলফামারী সদর উপজেলার কচুকাটার বোরো চাষি একরামুল হক জানান, চার দিন ধরে হাড়কাঁপানো শীতে বোরো খেতে কাজ করা সম্ভব হচ্ছে না। ঠান্ডা কাঁদা-পানিতে নেমে বোরো রোপণ করতে গেলে হাত-পা অবশ হয়ে যাচ্ছে। তবে সোমবার সকালে ঠান্ডা লাগলেও রোদ থাকায় কাজ করতে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. লোকমান হোসেন আজকের পত্রিকাকে জানান, গত শুক্রবার জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইতে শুরু করে। কিন্তু পরদিন শনিবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে শৈত্যপ্রবাহটি মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে বইছে। আকাশ পরিষ্কার থাকায় সকাল সকাল রোদের দেখা মিলেছে। এতে কিছুটা হলেও মানুষ স্বস্তি পাবে। দিনের তাপমাত্রাও কিছুটা বাড়বে।
তিনি জানান, আগামী দুই-তিন দিনের মধ্যে এই এলাকা থেকে শৈত্যপ্রবাহ কেটে যাবে।
মানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
৫ মিনিট আগেচুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল
২৮ মিনিট আগেটিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা
৩৩ মিনিট আগে১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ মঙ্গলবার (৪ মার্চ) কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে