Ajker Patrika

সৈয়দপুর কলেজ অধ্যক্ষের কক্ষে তালা দিল ছাত্রলীগ

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ২১: ০২
সৈয়দপুর কলেজ অধ্যক্ষের কক্ষে তালা দিল ছাত্রলীগ

‘জয় বাংলা–জয় বঙ্গবন্ধু’ স্লোগান না দেওয়ায় নীলফামারীতে সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়েছে কলেজ শাখা ছাত্রলীগ। আজ রোববার তালা ঝোলানোর পাশাপাশি কলেজের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশ থেকে অবিলম্বে কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি করা হয়েছে। 

এর আগে কলেজে ৭ মার্চের অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান না দেওয়ার অভিযোগ তুলে কিছুদিন ধরে অধ্যক্ষের অপসারণে দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় আজ অধ্যক্ষের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। 

এ সময় কলেজ অধ্যক্ষের কক্ষের দরজায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু না বলায় অধ্যক্ষের কক্ষে তালা’ স্লোগান সংবলিত পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে। এতে আরও লেখা হয়েছে, ‘চলছে লড়াই চলবে, ছাত্রলীগ লড়বে।’ 

পরে বিক্ষোভ মিছিল শেষে অধ্যক্ষের কক্ষের সামনে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন শাখা ছাত্রলীগের সভাপতি শাহ আলম রনি ও সাধারণ সম্পাদক মো. আকাশ সরদার।

সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, ঐতিহাসিক ৭ মার্চের অনুষ্ঠানে জয় বাংলা— জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া হয়নি। তাঁরা কলেজ অধ্যক্ষ ড. আতিয়ার রহমানের বিরুদ্ধে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও তোলেন। সমাবেশ থেকে তাঁরা অবিলম্বে অধ্যক্ষের অপসারণ দাবি করেন। 

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আতিয়ার রহমান মোবাইল ফোনে বলেন, ‘সরকারি কাজে আমি ঢাকায় অবস্থান করছি। আমার অফিস কক্ষে তালা ঝোলানোর বিষয়টি শুনেছি।’ 

অধ্যক্ষ বলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ কলেজের অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম না। ওই দিন আমি সরকারি একটি প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে রংপুর অবস্থান করছিলাম। অথচ আমার বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ তোলা হচ্ছে। আর প্রতিষ্ঠান প্রধান হিসেবে কলেজের সুষ্ঠু ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে যা যা করণীয় তা আমি করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত