রংপুর প্রতিনিধি
শিক্ষকসংকট, সেশনজটসহ ছয় দফা দাবিতে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে রংপুরের পীরগঞ্জে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
এর আগে গতকাল সোমবার এই আন্দোলনে কলেজ চত্বরে বিক্ষোভ, মানববন্ধন, মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি চলবে।
দাবিগুলোর মধ্যে রয়েছে—পর্যাপ্তসংখ্যক শিক্ষক ও ল্যাব ইনস্ট্রাক্টর নিয়োগ, সেশনজট নিরসন ও একাডেমিক ক্যালেন্ডার অনুসারে পাঠদান, সেমিস্টার সিস্টেমের সুষ্ঠু বাস্তবায়ন, মার্কশিট-সাপ্লিমেন্টারি ও ইমপ্রুভমেন্ট সিস্টেম চালু, অব্যবস্থাপনা রোধে কেন্দ্রীয় মনিটরিং কমিটি, টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা নীতিমালা প্রণয়ন।
শিক্ষার্থীরা বলছেন, বুটেক্সের অধিভুক্ত প্রতিটি কলেজেই গড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীর বিপরীতে মাত্র আট থেকে নয়জন শিক্ষক রয়েছেন। ফলে শিক্ষা কার্যক্রম ধীরে চলছে এবং শিক্ষার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থী নাজিউর রহমান বলেন, ‘এই সংকট শুধু আমাদের কলেজের নয়, দেশের সব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বাস্তবতা একই। বুটেক্সের অবহেলায় ছয় মাসের সেমিস্টার শেষ করতে আমাদের সময় লাগছে সাত থেকে আট মাস। অথচ কোনো সাপ্লিমেন্টারি বা ইমপ্রুভমেন্ট ব্যবস্থা নেই।’
আরেক শিক্ষার্থী প্রবীর সরকার মিশুক বলেন, ‘এইভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা আর অপেক্ষা করতে পারি না। তাই বাধ্য হয়েই মাঠে নেমেছি। দাবি মানা না হলে আন্দোলন চলবে।’
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, কয়েক মাস আগে আন্দোলনের মুখে বস্ত্র মন্ত্রণালয় শিক্ষক নিয়োগে ত্রুটিপূর্ণ বিধিমালা সংশোধনের আশ্বাস দিয়েছিল। তবে এখনো তা বাস্তবায়ন হয়নি; বরং নতুন নতুন কলেজ চালু করে পুরোনো কলেজ থেকে শিক্ষক টেনে নিয়ে সংকট আরও বাড়িয়ে তোলা হয়েছে।
এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ প্রকৌশলী নুরুল ইসলামের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটি মিটিংয়ে ঢাকায় আছি।’ এই বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
শিক্ষকসংকট, সেশনজটসহ ছয় দফা দাবিতে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে রংপুরের পীরগঞ্জে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
এর আগে গতকাল সোমবার এই আন্দোলনে কলেজ চত্বরে বিক্ষোভ, মানববন্ধন, মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি চলবে।
দাবিগুলোর মধ্যে রয়েছে—পর্যাপ্তসংখ্যক শিক্ষক ও ল্যাব ইনস্ট্রাক্টর নিয়োগ, সেশনজট নিরসন ও একাডেমিক ক্যালেন্ডার অনুসারে পাঠদান, সেমিস্টার সিস্টেমের সুষ্ঠু বাস্তবায়ন, মার্কশিট-সাপ্লিমেন্টারি ও ইমপ্রুভমেন্ট সিস্টেম চালু, অব্যবস্থাপনা রোধে কেন্দ্রীয় মনিটরিং কমিটি, টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা নীতিমালা প্রণয়ন।
শিক্ষার্থীরা বলছেন, বুটেক্সের অধিভুক্ত প্রতিটি কলেজেই গড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীর বিপরীতে মাত্র আট থেকে নয়জন শিক্ষক রয়েছেন। ফলে শিক্ষা কার্যক্রম ধীরে চলছে এবং শিক্ষার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থী নাজিউর রহমান বলেন, ‘এই সংকট শুধু আমাদের কলেজের নয়, দেশের সব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বাস্তবতা একই। বুটেক্সের অবহেলায় ছয় মাসের সেমিস্টার শেষ করতে আমাদের সময় লাগছে সাত থেকে আট মাস। অথচ কোনো সাপ্লিমেন্টারি বা ইমপ্রুভমেন্ট ব্যবস্থা নেই।’
আরেক শিক্ষার্থী প্রবীর সরকার মিশুক বলেন, ‘এইভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা আর অপেক্ষা করতে পারি না। তাই বাধ্য হয়েই মাঠে নেমেছি। দাবি মানা না হলে আন্দোলন চলবে।’
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, কয়েক মাস আগে আন্দোলনের মুখে বস্ত্র মন্ত্রণালয় শিক্ষক নিয়োগে ত্রুটিপূর্ণ বিধিমালা সংশোধনের আশ্বাস দিয়েছিল। তবে এখনো তা বাস্তবায়ন হয়নি; বরং নতুন নতুন কলেজ চালু করে পুরোনো কলেজ থেকে শিক্ষক টেনে নিয়ে সংকট আরও বাড়িয়ে তোলা হয়েছে।
এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ প্রকৌশলী নুরুল ইসলামের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটি মিটিংয়ে ঢাকায় আছি।’ এই বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
যশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৩৫ মিনিট আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৪ ঘণ্টা আগেফরিদপুরে ভাঙ্গা উপজেলায় মহাসড়কে এক পা আর ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন আনার আলী। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে মাঝেমধ্যে সড়কে বসেও পড়ছিলেন তিনি। তাঁর সঙ্গে থাকা বৃদ্ধ স্ত্রীর চোখেমুখে উদ্বেগের ছাপ।
৪ ঘণ্টা আগে