ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলার এক মাদ্রাসা শিক্ষক অবসরে যাওয়ার আগে প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে তোরজোর শুরু করেছেন। আগামীকাল ২৮ ফেব্রুয়ারি তাঁর অবসরে যাওয়ার দিন নির্ধারিত রয়েছে। তবে অবসরোত্তর ছুটিতে থাকার পরও অন্য প্রতিষ্ঠানে নিজ মাদ্রাসার তিনটি পদে নিয়োগ পরীক্ষা নেন তিনি।
ডোমার উপজেলার পাংগা চৌপথী আব্দুল মজিদ আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। গত ২৩ ফেব্রুয়ারি এই মাদ্রাসার উপাধ্যক্ষ, অফিস সহকারী কাম কম্পিউটার ও ল্যাব এসিস্ট্যান্ট তিনটি পদে লিখিত ও মৌখিক পরীক্ষা পাশ্ববর্তী উপজেলা কিশোরগঞ্জের একটি বালিকা মাদ্রারাসায় অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, ডিজির প্রতিনিধি ঢাকা আলিয়া মাদ্রাসার একজন সহকারী অধ্যাপক ও এক শিক্ষক প্রতিনিধি উপস্থিতি ছিলেন।
এদিকে মাদ্রাসা অধ্যক্ষ বর্তমানে তিনি অবসরোত্তর ছুটিতে আছেন। এর মধ্যেই তিনি নিয়োগ পরীক্ষা নিয়েছেন।
এ বিষয়ে কথা হয় ওই মাদ্রাসার সহকারী অধ্যাপক ও উপাধ্যক্ষ পদে আবেদন প্রার্থী মো. কামাল উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, গত ২৩ ফেব্রুয়ারি দুপুর ৩টার দিকে পাংগা চৌপথী আব্দুল মজিদ আলিম মাদ্রাসার তিনটি পদে পরীক্ষা কিশোরগঞ্জের একটি বালিকা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। পরীক্ষা বোর্ডে মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম রিয়াজুল ইসলাম, ডিজির প্রতিনিধি ঢাকা আলিয়া মাদ্রাসার একজন সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধিসহ তিনজন উপস্থিত ছিলেন। সেখানে মাদ্রাসার সভাপতি দুলাল হোসেন উপস্থিত ছিলেন না।’
মো. কামাল উদ্দিন আরও বলেন, তিনি উপাধ্যক্ষ পদে পরীক্ষা দিয়েছেন। ওই পদে তিনিসহ মোট পাঁচজন পরীক্ষার্থী ছিলেন।
মাদ্রাসা অধ্যক্ষ আগামীকাল অবসরের যাওয়ার বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসা সভাপতি দুলাল হোসেন বলেন, ‘নিয়োগ পরীক্ষার দিন আমি অসুস্থতার কারণে ওই নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলাম না। সেখানে লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হলেও মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি। মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে মৌখিক পরিক্ষা নেওয়া হবে।’
প্রতিষ্ঠানের সভাপতি ছাড়া নিয়োগ পরীক্ষা নেওয়া ও নিজ প্রতিষ্ঠান ছাড়া অন্যত্র পরীক্ষা নেওয়ার নিয়ম আছে কিনা—এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অন্যত্র নিয়োগ পরীক্ষা নেওয়ার নিয়ম আছে কিনা, তা আমার জানা নাই। তবে নিয়োগ পরীক্ষায় অসুস্থতার কারণে আমি সেখানে উপস্থিত ছিলাম না।’
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ এ কে এম রিয়াজুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।
নীলফামারীর ডোমার উপজেলার এক মাদ্রাসা শিক্ষক অবসরে যাওয়ার আগে প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে তোরজোর শুরু করেছেন। আগামীকাল ২৮ ফেব্রুয়ারি তাঁর অবসরে যাওয়ার দিন নির্ধারিত রয়েছে। তবে অবসরোত্তর ছুটিতে থাকার পরও অন্য প্রতিষ্ঠানে নিজ মাদ্রাসার তিনটি পদে নিয়োগ পরীক্ষা নেন তিনি।
ডোমার উপজেলার পাংগা চৌপথী আব্দুল মজিদ আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। গত ২৩ ফেব্রুয়ারি এই মাদ্রাসার উপাধ্যক্ষ, অফিস সহকারী কাম কম্পিউটার ও ল্যাব এসিস্ট্যান্ট তিনটি পদে লিখিত ও মৌখিক পরীক্ষা পাশ্ববর্তী উপজেলা কিশোরগঞ্জের একটি বালিকা মাদ্রারাসায় অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, ডিজির প্রতিনিধি ঢাকা আলিয়া মাদ্রাসার একজন সহকারী অধ্যাপক ও এক শিক্ষক প্রতিনিধি উপস্থিতি ছিলেন।
এদিকে মাদ্রাসা অধ্যক্ষ বর্তমানে তিনি অবসরোত্তর ছুটিতে আছেন। এর মধ্যেই তিনি নিয়োগ পরীক্ষা নিয়েছেন।
এ বিষয়ে কথা হয় ওই মাদ্রাসার সহকারী অধ্যাপক ও উপাধ্যক্ষ পদে আবেদন প্রার্থী মো. কামাল উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, গত ২৩ ফেব্রুয়ারি দুপুর ৩টার দিকে পাংগা চৌপথী আব্দুল মজিদ আলিম মাদ্রাসার তিনটি পদে পরীক্ষা কিশোরগঞ্জের একটি বালিকা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। পরীক্ষা বোর্ডে মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম রিয়াজুল ইসলাম, ডিজির প্রতিনিধি ঢাকা আলিয়া মাদ্রাসার একজন সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধিসহ তিনজন উপস্থিত ছিলেন। সেখানে মাদ্রাসার সভাপতি দুলাল হোসেন উপস্থিত ছিলেন না।’
মো. কামাল উদ্দিন আরও বলেন, তিনি উপাধ্যক্ষ পদে পরীক্ষা দিয়েছেন। ওই পদে তিনিসহ মোট পাঁচজন পরীক্ষার্থী ছিলেন।
মাদ্রাসা অধ্যক্ষ আগামীকাল অবসরের যাওয়ার বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসা সভাপতি দুলাল হোসেন বলেন, ‘নিয়োগ পরীক্ষার দিন আমি অসুস্থতার কারণে ওই নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলাম না। সেখানে লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হলেও মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি। মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে মৌখিক পরিক্ষা নেওয়া হবে।’
প্রতিষ্ঠানের সভাপতি ছাড়া নিয়োগ পরীক্ষা নেওয়া ও নিজ প্রতিষ্ঠান ছাড়া অন্যত্র পরীক্ষা নেওয়ার নিয়ম আছে কিনা—এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অন্যত্র নিয়োগ পরীক্ষা নেওয়ার নিয়ম আছে কিনা, তা আমার জানা নাই। তবে নিয়োগ পরীক্ষায় অসুস্থতার কারণে আমি সেখানে উপস্থিত ছিলাম না।’
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ এ কে এম রিয়াজুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।
রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
২ মিনিট আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
১২ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিদের (৭) লাশ উদ্ধার করা হয়েছে।
১৫ মিনিট আগেঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেইয়ান ইউনিয়নের নিমতলা এলাকায় ঢাকামুখী লেনে দুই ট্রাকের সংঘর্ষের ঘটনায় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
২৪ মিনিট আগে