Ajker Patrika

রুফটপ রেস্টুরেন্টে ফেনসিডিলের কারবার, কারাগারে ৫ 

রংপুর প্রতিনিধি
রুফটপ রেস্টুরেন্টে ফেনসিডিলের কারবার, কারাগারে ৫ 

রংপুরে ছয়তলা ভবনের পরিত্যক্ত ছাদে খোলা হয় একটি রেস্টুরেন্ট। রুফটপ নামের ওই রেস্টুরেন্টের আড়ালে চলছিল মাদকের কারবার। পুলিশ সেখানে অভিযান চালিয়ে মাদকসহ পাঁচ কারবারিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনা রংপুর নগরীর চারতলা মোড় এলাকা এসএম মঞ্জুর মোর্শেদ লিংকনের ছয়তলা বাসার ছাদে। 

আজ সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে করে এসব তথ্য জানান উপ পুলিশ কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নগরীর কলেজ রোডের এসএম মঞ্জুর মোর্শেদ লিংকন (৫১), কুড়িগ্রাম নাগেশ্বরীর বাগডাঙ্গা গ্রামের মাসুদ রানা (৩২), রংপুর নগরীর পার্কের সামিউল আলম রতন (৩২), মিলনপাড়া ধর্মদাস এলাকার মোশারফ হোসেন (৩৫) ও পূর্ব শালবন এলাকার শিপন মিয়া (২৭)। 

সংবাদ সম্মেলনে কাজী মুত্তাকি ইবনু মিনান জানান, রংপুর নগরীর চারতলা মোড় এলাকায় নিজ বাড়ির ছয়তলা ভবনের ছাদে রেস্টুরেন্ট খুলে এসএম মঞ্জুর মোর্শেদ মাদকের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল গতকাল রোববার সন্ধ্যায় সেখানে অভিযান চালায়।

প্রেস ব্রিফিংয়ে উপ পুলিশ কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনানঅভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ওই ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ১৬৩ পিস ইয়াবা ও ৪১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তার মাদক কারবারিদের সঙ্গে অন্য কোনো মাদক সিন্ডিকেটের যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি মামলা দায়ের হয়েছে। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ নুর আলম পাটোয়ারী, উৎপল কুমার রায়সহ মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত