Ajker Patrika

রাজশাহীতে বরাদ্দ ট্রেন পছন্দ না হওয়ায় ‘জুলাইযোদ্ধাদের’ একাংশের বিক্ষোভ, বাগ্‌বিতণ্ডা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১২: ১৩
জুলাই যোদ্ধাদের একাংশ রেললাইনের ওপরে বসে পড়েন। ছবি: আজকের পত্রিকা
জুলাই যোদ্ধাদের একাংশ রেললাইনের ওপরে বসে পড়েন। ছবি: আজকের পত্রিকা

ঢাকায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বরাদ্দকৃত বিশেষ ট্রেন পছন্দ হয়নি রাজশাহীতে জুলাইযোদ্ধাদের একাংশের। এ জন্য তাঁরা বিক্ষোভ করেছেন। তাঁরা রেললাইনের ওপরে বসে পড়েন, কেউ আবার শুয়ে পড়েন। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এতে রাজশাহী থেকে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে।

ছাত্র-জনতার জন্য বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের মতো আন্তনগর ট্রেন চাইছিলেন ওই বিক্ষোভকারীরা। বরাদ্দ করা বিশেষ ট্রেনটি ছিল অন্য ট্রেন। এ নিয়ে যাঁরা ট্রেনে উঠে পড়েছিলেন, তাঁদের সঙ্গে আন্দোলনকারীদের বাগ্‌বিতণ্ডা হয়। শেষ পর্যন্ত আন্দোলনকারীরা অন্যদের তোপের মুখে টিকতে না পেরে রেললাইন ছেড়ে দেন। পরে ৩৫ আন্দোলনকারীকে রেলওয়ে কর্তৃপক্ষ সিল্কসিটি ট্রেনে পাঠানোর ব্যবস্থা করে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, জুলাইযোদ্ধাদের জন্য ৪ লাখ ৮৫ হাজার ৯১ টাকা ভাড়া দিয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। এই ট্রেনে ৫৪৮টি আসন রয়েছে। বিভিন্ন স্টেশন থেকে তাঁদের ওঠার কথা। রাজশাহী থেকে ২০০-২৫০ যাত্রী ওই ট্রেনে ঢাকায় গেছেন।

এই ট্রেন সকাল ৭টা ২০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু স্টেশনে গিয়ে বাংলা ট্রেন দেখে জুলাইযোদ্ধাদের একাংশ ক্ষুব্ধ হন। তাঁরা আন্তনগর বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের মতো ট্রেনের দাবি করেন। রেলওয়ে কর্তৃপক্ষ তাঁদের বোঝানোর চেষ্টা করন, যে রকম ট্রেন দেওয়া হয়েছে, সেই রকম ভাড়াই তাঁদের কাছ থেকে নেওয়া হয়েছে। আন্তনগর এক্সপ্রেস ট্রেন নিতে হলে তাদের আরও বেশি ভাড়া দিতে হতো। কিন্তু তাঁরা বরাদ্দ করা ট্রেনে উঠতে চাননি। তাঁরা ট্রেনের সামনে বসে পড়েন। অনেকেই শুয়ে পড়েন।

আন্দোলনকারীরা অন্যদের তোপের মুখে পড়েন। শেষ পর্যন্ত টিকতে না পেরে রেললাইন ছেড়ে দেন। ছবি: আজকের পত্রিকা
আন্দোলনকারীরা অন্যদের তোপের মুখে পড়েন। শেষ পর্যন্ত টিকতে না পেরে রেললাইন ছেড়ে দেন। ছবি: আজকের পত্রিকা

তবে বেশির ভাগ জুলাইযোদ্ধা ট্রেনে উঠে পড়েছিলেন। তারা আন্দোলনকারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। শেষ পর্যন্ত ট্রেনে উঠে পড়া যোদ্ধাদের সঙ্গে আন্দোলনকারীরা পেরে ওঠেননি। তাঁরা তখন রেললাইন থেকে উঠে পাশের সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন। বিশেষ ট্রেনটি সকাল ৭টা ২০ মিনিটে ছাড়ার কথা ছিল। অবশেষে সেটি ৮টা ১৩ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায়।

এ কারণে সিল্কসিটি ট্রেনটিও নির্ধারিত সময়ে রাজশাহী থেকে ছাড়া সম্ভব হয়নি। এই ট্রেন ৪৫ মিনিট বিলম্বে সকাল ৮টা ২৫ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে যায়।

স্টেশন মাস্টার শহীদুল আলম বলেন, ‘তাঁরা যেমন ভাড়া দিয়েছেন, তাঁদের জন্য আমাদের কর্তৃপক্ষ সেই রকম ট্রেনের ব্যবস্থা করেছে। এখন তাঁদের কয়েকজন এসে আন্তনগর বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের মতো ট্রেন দাবি করে বসলেন। এই নিয়ে ট্রেন ছাড়তে খানিকটা বিলম্ব হয়েছে। যাঁরা বিশেষ ট্রেনে যাননি তাঁদের ৩৫ জনকে অন্তঃ নগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে বিশেষ ব্যবস্থায় পাঠানো হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ‘এই ট্রেনগুলো সরকার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে ভাড়া নিয়েছে। ট্রেন স্থানীয়ভাবে ভাড়া করা নয়। সেটা বোঝানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত