Ajker Patrika

হাবিপ্রবির আবাসিক হল থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৪: ৫৮
Thumbnail image

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আবাসিক হলগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তায় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমানের সঙ্গে শিক্ষক, সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে হল খোলার বিষয়ে একটি বৈঠক হয়। বৈঠকের একপর্যায়ে হল খোলার আগে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কথা উঠলে সবার মতামতের ভিত্তিতে আবাসিক হলগুলোতে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। পরে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমেদ হলে অভিযান চালানো হয়।

এ সময় তাজউদ্দীন আহমেদ হলের একটি ফ্লোরের ছাত্রলীগ নেতা-কর্মীদের কয়েকটি রুম থেকে ছয়টি সামুরাই, ১৪৩টি বাঁশের লাঠি, ১৬টি রড, ২২টি লোহার পাইপ, দুটি লোহার চেইন, তিনটি খালি মদের বোতলসহ মাদক সামগ্রী উদ্ধার করা হয়।

সরকারের পতনের আগে তাজউদ্দীন আহমেদ হলে সার্বক্ষণিক অবস্থান করতেন হাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এম মাসুদ রানা মিঠু। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, হাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হলের শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে নিয়ে যাওয়া হতো। কেউ মিছিল-মিটিংয়ে না গেলে হলের সাধারণ শিক্ষার্থীদের সিট বাতিল করে দেওয়ার হুমকি ছাড়াও শারীরিকভাবে নির্যাতন করা হতো।

অভিযান শেষে উদ্ধার অস্ত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকদের সহায়তায় সেনাবাহিনীর হাতে তুলে দেন সাধারণ শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত