দিনাজপুর প্রতিনিধি
তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের জেলা দিনাজপুরের ওপর দিয়ে। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত এখানকার জনজীবন। রাত থেকে শুরু করে অনেক বেলা অবধি বৃষ্টির মতো ঝরছে শিশির । আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ রোববার সকাল ৯টায় দিনাজপুরে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
উল্লেখ্য, দুই সপ্তাহের বেশি সময় ধরেই উত্তরাঞ্চলের জেলাটিতে প্রচণ্ড শীত পড়ছে। সেই সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। উষ্ণতার খোঁজে ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে ধীরগতিতে। এদিকে তীব্র শীতে বিপাকে পড়েছেন কৃষকেরা। কৃষিশ্রমিক পাওয়া যাচ্ছে না। যাদের পাওয়া যাচ্ছে, তাদের দিতে হচ্ছে বেশি টাকা। এতে বেড়ে যাচ্ছে খরচ।
গ্রাম থেকে কাজের সন্ধানে দিনাজপুর শহরের রামনগর মোড়ে এসেছেন হোসেন আলী। তিনি বলেন, শীতের সকালে কাজের আশায় গত দুই দিন ধরে এখানে বসে থেকে থেকে চলে যাচ্ছি। কাজ পাচ্ছি না। এই কনকনে ঠান্ডায় কাজ না পেয়ে তাই আজকেও ফিরে যাচ্ছি বাড়িতে। শীতে কাজ করতে অনেক কষ্ট। কিন্তু কাজ না পাইলে তো না খায়া থাকতে হবে।
অটোরিকশাচালক ইসাহাক আলী বলেন, আগে সকাল ১০টা বাজতে বাজতে দেড় শ থেকে দুই শ টাকা ইনকাম হইত। এই শীতে দুপুর পার হয়ে গেলেও ২০০ টাকা ভাড়া মারতে পারি না। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বের না হয়। তাই আয় কমে গেছে। কষ্ট করে সংসার চালাতে হচ্ছে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আজ রোববার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ ভাগ। চলতি মৌসুমে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা ।
বিস্তীর্ণ এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।
তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের জেলা দিনাজপুরের ওপর দিয়ে। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত এখানকার জনজীবন। রাত থেকে শুরু করে অনেক বেলা অবধি বৃষ্টির মতো ঝরছে শিশির । আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ রোববার সকাল ৯টায় দিনাজপুরে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
উল্লেখ্য, দুই সপ্তাহের বেশি সময় ধরেই উত্তরাঞ্চলের জেলাটিতে প্রচণ্ড শীত পড়ছে। সেই সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। উষ্ণতার খোঁজে ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে ধীরগতিতে। এদিকে তীব্র শীতে বিপাকে পড়েছেন কৃষকেরা। কৃষিশ্রমিক পাওয়া যাচ্ছে না। যাদের পাওয়া যাচ্ছে, তাদের দিতে হচ্ছে বেশি টাকা। এতে বেড়ে যাচ্ছে খরচ।
গ্রাম থেকে কাজের সন্ধানে দিনাজপুর শহরের রামনগর মোড়ে এসেছেন হোসেন আলী। তিনি বলেন, শীতের সকালে কাজের আশায় গত দুই দিন ধরে এখানে বসে থেকে থেকে চলে যাচ্ছি। কাজ পাচ্ছি না। এই কনকনে ঠান্ডায় কাজ না পেয়ে তাই আজকেও ফিরে যাচ্ছি বাড়িতে। শীতে কাজ করতে অনেক কষ্ট। কিন্তু কাজ না পাইলে তো না খায়া থাকতে হবে।
অটোরিকশাচালক ইসাহাক আলী বলেন, আগে সকাল ১০টা বাজতে বাজতে দেড় শ থেকে দুই শ টাকা ইনকাম হইত। এই শীতে দুপুর পার হয়ে গেলেও ২০০ টাকা ভাড়া মারতে পারি না। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বের না হয়। তাই আয় কমে গেছে। কষ্ট করে সংসার চালাতে হচ্ছে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আজ রোববার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ ভাগ। চলতি মৌসুমে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা ।
বিস্তীর্ণ এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।
কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে মৌখিক নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়েল...
২ মিনিট আগেজামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন গ্রামের মুসলমানেরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শনিবার থেকে পবিত্র রমজানের রোজা রাখা শুরু করেছেন। তাঁরা ঈদও সৌদির সঙ্গে মিল রেখে উদ্যাপন করেন।
৩৬ মিনিট আগেগোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম দলীয় নেতা-কর্মীদের নিয়ে মোটর শোভাযাত্রা করেছেন। আজ শনিবার সকালে এই শোভাযাত্রা বের করা হয়।
৪৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে রাজধানী ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে