Ajker Patrika

পথচারীকে ধাক্কা দিয়ে ছিটকে গেল মোটরসাইকেল, নিহত ২

বাগেরহাট ও ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটের দুর্ঘটনার পর হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
বাগেরহাটের মোল্লাহাটের দুর্ঘটনার পর হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের মোল্লাহাটে এক পথচারীকে ধাক্কা দিয়ে একটি মোটরসাইকেল ছিটকে গেছে। এতে ওই পথচারী ও মোটরসাইকেলের এক আরোহী নিহত ও আরেক আরোহী আহত হয়েছেন।

আজ সোমবার খুলনা-ঢাকা মহাসড়কের চাঁদেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মোল্লাহাট উপজেলার আগাকেন্দুয়া এলাকার রাজেশ্বর বৈদ্য (৬৫) এবং বরগুনার বানমার সদিপুরের মৃত দুলাল শিকদারের ছেলে মো. সাইদুল ইসলাম (৩০)। আহত হয়েছেন চুয়াডাঙ্গার আইয়ুব আলীর ছেলে মাহবুব হোসেন (২৮)।

পুলিশ জানায়, মৎস্যচাষি রাজেশ্বর মহাসড়ক পার হওয়ার সময় বরিশাল থেকে খুলনাগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ার পাশাপাশি পথচারী রাজেশ্বর সড়কে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে রাজেশ্বরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। আহত মাহবুবকে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এর আরোহী দুজন পৃথক দুটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তাঁরা বরিশাল থাকতেন। তাঁরা বরিশাল থেকে খুলনা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। কে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত