Ajker Patrika

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত

নীলফামারী প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মোছা. হেনা বেগম (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের কলেজ স্টেশনের অদূরে এই ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম পাটকামুড়ি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসী জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওই গৃহবধূ কলেজ স্টেশন এলাকায় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা একপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।

নিহত হেনা বেগমের ছেলে হাবিবুর রহমান (২০) বলেন, তাঁর মা কলেজ স্টেশন এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। লাইনের ওপর দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে নিহত হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সৈয়দপুর রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত