Ajker Patrika

স্কুল ঘেঁষে পুকুর খনন, আতঙ্কে শিক্ষার্থীরা

খুরশিদ আলম শাওন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
বিদ্যালয়ের মাঠ ঘেঁষে খনন করা হচ্ছে পুকুর। সম্প্রতি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ভদ্বেশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ছবি: আজকের পত্রিকা
বিদ্যালয়ের মাঠ ঘেঁষে খনন করা হচ্ছে পুকুর। সম্প্রতি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ভদ্বেশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভদ্বেশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ঘেঁষে একটি বড় পুকুর খনন করা হচ্ছে। হঠাৎ পুকুর খননের কারণে শিক্ষার্থীদের নিয়ে আতঙ্কে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা।

গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, চলাচলের মূল রাস্তার পাশে নতুন করে প্রায় এক একর জমিতে বিশাল গর্ত করে পুকুর খনন করা হচ্ছে। পুকুরটির পশ্চিম পাশে সাধারণ মানুষের চলাচলের রাস্তা আর পূর্ব পাশে বিদ্যালয়ের মাঠ। এ ছাড়া বিদ্যালয়ের মাঠের জমি পাড়ের সঙ্গে পুকুরে ধসে গেছে। বিদ্যালয়ের মাঠ থেকে পুকুরের খনন গভীরতা প্রায় ২০ ফুট। ফলে শিশু শিক্ষার্থীদের জন্য স্কুলের মাঠে খেলাধুলা বেশ বিপজ্জনক মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অভিভাবকেরা বলছেন, যেভাবে পুকুরটি খনন করা হয়েছে, তাতে ছোট শিশুরা যেকোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারে। এ কারণে অনেক অভিভাবক শিক্ষার্থীদের আপাতত বিদ্যালয়ে পাঠাচ্ছেন না। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিদ্যালয়ের মাঠের নিরাপত্তা না পাওয়া গেলে বিদ্যালয়টিতে শিক্ষার্থী না পাঠানোর প্রবণতা বৃদ্ধি পাবে। তাই দ্রুত মাঠের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া জরুরি।

খোঁজ নিয়ে জানা গেছে, পুকুরটি ওয়ারিশের সম্পত্তি। এ কারণে ১০ জনের অধিক মিলে খণ্ড খণ্ড করে পুকুর খনন করছেন। খননের বিষয়ে পুকুরের জমির মালিক মোহাম্মদ আলীসহ অনেকের সঙ্গে কথা বলতে চাইলেও তাঁরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফেন্সি বেগম বলেন, ‘রমজান মাসে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে এখানকার জমির মালিকেরা পুকুরটি খনন শুরু করেন। বাধা দিলেও তাঁরা মানেননি। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে পুকুর খনন বন্ধ করা হয়েছে। পুকুরটির কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

ডিবিপ্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সম্পর্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকায় এসে ২০ জুলাইযোদ্ধার দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত